এশিয়া কাপ ২০২২ সময়সূচি (দল, ভেন্যু)

এশিয়া কাপের চূড়ান্ত সয়মসূচি প্রকাশ করা হয়েছে। এবারের ১৫তম আসরে মোট ৬ টি দল খেলবে। ২৭ আগস্ট থেকে শুরু হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এশিয়া কাপের ১৫তম আসর স্বাগতিক শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও পরে দুবাইয়ে স্থানান্তরিত হয়। শারজাহ ও দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২২ অনুষ্ঠিত হবে। আজকের আর্টিকেলের মূল বিষয় হবে এশিয়া কাপ ২০২২ সময়সূচি সম্পর্কে। নিচে এশিয়া কাপ 2022 সময়সূচী / এশিয়া কাপ ক্রিকেট ২০২২ সময়সূচি দেওয়া হল।

এশিয়া কাপ ২০২২ সময়সূচি

সময়সূচি জানার আগে সর্বপ্রথমে এশিয়া কাপ ২০২২ -এ অংশগ্রহণকারী দল সমূহ সম্পর্কে একটু আলোচনা হয়ে যাক। এবারের এশিয়া কাপে মোট ৬ টি দল অংশগ্রহণ করবে। এখনও পর্যন্ত ৫টি দল সরাসরি চূড়ান্ত খেলায় স্থান পেয়েছে। বাকি ১ টি দল বাছাইপর্ব থেকে আসবে। চূড়ান্ত ৫টি দল হচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান।

বাছাইপর্বে অংশগ্রহণকারী দল হচ্ছে আরব আমিরাত, হংকং, সিঙ্গাপুর ও কুয়েত। ২১ আগস্ট থেকে বাছাইপর্বের খেলা অনুষ্ঠিত হবে সেখান থেকে চূড়ান্ত একটি দল মূল পর্বে আসবে। চূড়ান্ত ৬টি দল নিয়েই ২৭ আগস্ট থেকে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপ ২০২২ গ্রুপ পর্বঃ ২০২২ সালের ১৫তম এশিয়া কাপ আসরকে গ্রুপ-এ এবং গ্রুপ-বি এই দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে।

  • গ্রুপ-এঃ ভারত, পাকিস্তান, বাছাই পর্বের চূড়ান্ত দল
  • গ্রুপ-বিঃ বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান

এশিয়া কাপ 2022 সময়সূচী

২০২২ সালের এশিয়া কাপ ২৭ আগস্ট থেকে অনুষ্ঠিত হয়ে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। নিচে এশিয়া কাপ 2022 সময়সূচী দেওয়া হল –

তারিখ ও বার সময় ম্যাচ ভেন্যু
২৭/০৮/২০২২ (শনিবার) রাত ৮ টা শ্রীলঙ্কা vs আফগানিস্তান দুবাই স্টেডিয়াম, দুবাই
২৮/০৮/২০২২ (রবিবার) রাত ৮ টা ভারত vs পাকিস্তান দুবাই স্টেডিয়াম, দুবাই
৩০/০৮/২০২২ (মঙ্গলবার) রাত ৮ টা বাংলাদেশ vs আফগানিস্তান শারজাহ স্টেডিয়াম, শারজাহ
৩১/০৮/২০২২ (বুধবার) রাত ৮ টা ভারত vs Qualifier দুবাই স্টেডিয়াম, দুবাই
০১/০৯/২০২২ (বৃহস্পতিবার) রাত ৮ টা বাংলাদেশ vs শ্রীলঙ্কা দুবাই স্টেডিয়াম দুবাই
০২/০৯/২০২২ (শুক্রবার) রাত ৮ টা পাকিস্তান vs Qualifier শারজাহ স্টেডিয়াম, শারজাহ

 

সুপার চার

তারিখ ও বার সময় ম্যাচ ভেন্যু
০৩/০৯/২০২২ (শনিবার) রাত ৮ টা B1 vs B2 দুবাই স্টেডিয়াম, দুবাই
০৪/০৯/২০২২ (রবিবার) রাত ৮ টা A1 vs A2 দুবাই স্টেডিয়াম, দুবাই
০৬/০৯/২০২২ (মঙ্গলবার) রাত ৮ টা A1 vs B1 দুবাই স্টেডিয়াম, দুবাই
০৭/০৯/২০২২ (বুধবার) রাত ৮ টা A2 vs B2 দুবাই স্টেডিয়াম, দুবাই
০৮/০৯/২০২২ (বৃহস্পতিবার) রাত ৮ টা A1 vs B2 দুবাই স্টেডিয়াম, দুবাই
০৯/০৯/২০২২ (শুক্রবার) রাত ৮ টা A2 vs B1 দুবাই স্টেডিয়াম, দুবাই

 

ফাইনাল

তারিখ ও বার সময় ম্যাচ ভেন্যু
১১/০৯/২০২২ (রবিবার) রাত ৮ টা TBD vs TBD দুবাই স্টেডিয়াম, দুবাই

এশিয়া কাপের ইতিহাস

১৯৮৪ সালে প্রথম এশিয়া কাপ আসর অনুষ্ঠিত হয়। প্রথম এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে। এই প্রথম আসরে মোট ৩টি দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশগ্রহণ করে। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা দিয়েই প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। প্রথম আসর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় “রাউন্ড-রবিন টুর্নামেন্ট” নামে। এই টুর্নামেন্টে ভারত বিজয়ী হয়।

১৯৮৬ সালে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল। এই আসরটি হোস্ট করেছিল শ্রীলঙ্কা। এটা ছিল প্রথম বারের মত বহুজাতিক ক্রিকেট সিরিজ। কিন্তু সেই সিরিজে ভারত অংশগ্রহণ করেনি, প্রথম সিরিজে শ্রীলঙ্কার সাথে বিতর্কিত ক্রিকেট সিরিজের কারণে। বাংলাদেশ প্রথমবার অংশগ্রহণ করেছিল। এই সিরিজে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা বিজয়ী হয়েছিল।

১৯৮৮ সালে বাংলাদেশে তৃতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল। এই আসরে ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ভারত বিজয়ী হয়েছিল। আর এটা ছিল ভারতের দ্বিতীয় এশিয়া কাপের জয়।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন

কোন সালে কোন দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে তার তালিকা নিচে দেওয়া হল –

  • ১৯৮৪ সালে ভারত
  • ১৯৮৬ সালে শ্রীলঙ্কা
  • ১৯৮৮ সালে ভারত
  • ১৯৯০ সালে ভারত
  • ১৯৯৫ সালে ভারত
  • ১৯৯৭ সালে শ্রীলঙ্কা
  • ২০০০ সালে পাকিস্তান
  • ২০০৪ সালে শ্রীলঙ্কা
  • ২০০৮ সালে শ্রীলঙ্কা
  • ২০১০ সালে ভারত
  • ২০১২ সালে পাকিস্তান
  • ২০১৪ সালে শ্রীলঙ্কা
  • ২০১৬ সালে ভারত
  • ২০১৮ সালে ভারত

এশিয়া কাপ কে কতবার চ্যাম্পিয়ন?

এশিয়া কাপ কে কতবার চ্যাম্পিয়ন হয়েছে তালিকা সমূহ –

  • ভারত ৭টি
  • শ্রীলঙ্কা ৫ টি
  • পাকিস্তান ২টি

সর্বশেষঃ আশা করছি এশিয়া কাপ ২০২২ সময়সূচি আর্টিকেলটি আপনার কাজে আসবে। এশিয়া কাপ 2022 সময়সূচী আর্টিকেলে এশিয়া কাপ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। যা এই আর্টিকেলের সাহায্যে এশিয়া কাপ ক্রিকেট ২০২২ সময়সূচি এর পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পেরেছেন। এ ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল পড়তে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।।

আরো পড়ুনঃ

Read more