কাঁচা মরিচ ইংরেজি কি? কাচা মরিচের উপকারিতা সমূহ

মরিচ খাবারের স্বাদ বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতে মরিচের গুরুত্ব সীমাবদ্ধ থাকে না। এছাড়া মরিচে অনেক উপকারিতা রয়েছে। আর এই উপকারি মশলা মরিচের ইংরেজি নাম জানা অবশ্যই প্রয়োজন।

তাই আজকে জানবো কাঁচা মরিচ ইংরেজি কি সে সম্পর্কে। কারণ অনেকে মরিচের ইংরেজি নাম জানার পাশাপাশি কাঁচা মরিচের ইংজেরিও জানতে চায়। মরিচ অথবা কাঁচা মরিচ উভয়ের ইংরেজি প্রায় একি শুধু কাঁচার জন্য একটু ভিন্ন হয়।

এই আর্টিকেলে মরিচ অথবা কাঁচা মরিচের ইংরেজি জানার পাশাপাশি কাচা মরিচের উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এ সকল বিষয়ে জানার জন্য আর্টিকেলের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।

প্রশ্নঃ মরিচ ইংরেজি কি?

উত্তরঃ Chili, Bell Pepper, Capsicum

প্রশ্নঃ কাঁচা মরিচ ইংরেজি কি?

উত্তরঃ Green Chili

মরিচের ইংরেজি কি নিশ্চই জানতে পেরেছেন। আবার বলে রাখি, মরিচের ইংরেজি হচ্ছে Chili এবং মরিচের বৈজ্ঞানিক নাম হচ্ছে Capsicum. বিলাতি মরিচকে বলা হয় Bell Pepper. কাঁচা মরিচের ইংরেজি হচ্ছে Green Chili.

আরো পড়ুনঃ আমড়া ইংরেজি কি?

আশা করি মরিচের ইংরেজি নাম নিয়ে আপনার পরিষ্কার ধারণা হয়েছে। যাইহোক, এখন জানবো কাচা মরিচের উপকারিতা সম্পর্কে।

কাচা মরিচের উপকারিতা উপকারিতা সমূহঃ

  • দাঁত, হাড় ও মিউকাস মেমব্রেনের জন্য কাঁচা মরিচ বেশ কার্যকরী।
  • কাঁচা মরিচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
  • কাঁচা মরিচ হৃদপিন্ডের কার্যক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • রক্ত চলাচল ঠিক রাখতে কাঁচা মরিচ কার্যকর ভূমিকা রাখে।
  • মাড়ি ও চুলের গোড়া ঠিক রাখতে কাঁচা মরিচ যথেষ্ট কার্যকরী।
  • কাঁচা মরিচে প্রচুর ভিটামিন-সি থাকায় ভিটামিন-সি জনীত সমস্যা দূর করতে সাহায্য করে।

সর্বশেষঃ আশা করছি কাঁচা মরিচ ইংরেজি কি জানার পাশাপাশি কাঁচা মরিচের উপকারি গুণ সম্পর্কে জানতে পেরেছেন। এ বিষয়ে যদি আপনার কোনো ধরনের মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।।