কিছু রোমান্টিক বৃষ্টি নিয়ে কবিতা বেশ অসাধারণ

বৃষ্টি অনেকের কাছে বিরক্তির কারণ হলেও আবার অনেকের কাছে ভালো লাগা। তাইতো বৃষ্টিকে নিয়ে অনেক কবি প্রচুর কবিতা উপহার দিয়ে গেছেন। আবার অনেকে বৃষ্টি নিয়ে কবিতা লিখতে ও প্রছন্দ ভালোবাসেন। অনেকে বৃষ্টি নিয়ে রচিত কবিতা পড়তে ভালোবাসেন। যারা বৃষ্টি কবিতা পড়তে বেশি পছন্দ করেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। আমরা এই আর্টিকেলটিতে বৃষ্টি নিয়ে লেখা কয়েকটি কবিতা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে কবিতাগুলো ভালো করে পড়ে দেখার জন্য।

আরও পড়ুনঃ ৫০টি বিশ্বাস নিয়ে উক্তি ও বাণী ছবি সহ

যখন প্রছন্দ বৃষ্টি নামে তখন অনেকে ঘুমাতে বেশি পছন্দ করে। আবার অনেকে বৃষ্টি পড়া সহ বৃষ্টিতে ভিজে যাওয়া দৃশ্য জানালার ফাক দিয়ে দেখতে অনেকে পছন্দ করে। সে যাইহোক আজকে আমাদের টপিক হলো বৃষ্টি বিষয়ক কবিতা নিয়ে আলোচনা। তাহলে চলুন মূল বিষয় নিয়ে আলোচনা করে ফেলি।

বৃষ্টি কবিতা

আমরা বৃষ্টি নিয়ে কবিতা গুলো নিচের দিকে শেয়ার করেছি। যারা বৃষ্টি কবিতা পড়তে বেশি আগ্রহবোধ করেন তাদের জন্য আজকের আর্টিকেলটি। কবিতাগুলো পড়ে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলে যাবেন না। আমরা যদি আপনাদের কাছ থেকে আগ্রহ পাই তাহলে পরবর্তিতে আরো এর থেকে বেশি সুন্দর সুন্দর কবিতা শেয়ার চেষ্টা করবো। তাই আমরা আপনাদের কাছ থেকে মূল্যবান মতামত পেতে চাই। এখন চলুন জেনে নেই আজকের কবিতাগুলো সম্পর্কে।

বৃষ্টির সাথে প্রিয়া

বৃষ্টি যখন প্রছন্দ নামতে শুরু করে,
সেই বৃষ্টির মাঝে প্রিয়াকে খুঁজে পাই।
সে বড়ই প্রকৃতি প্রেমি আমার প্রিয়া,
সে মন মতো ফুলের বাগান করে,
নিজের প্রকৃতি প্রেমকে সে সাজাই।

ফুলের বাগানে যখন বৃষ্টির ফোটা পড়ে,
সে খুশিতে জানালা দিয়ে দেখতে থাকে।
বৃষ্টির ছোয়ায় ফুলের গাছ উঠবে বেড়ে,
তাইতো হাসে, এত খুশি বুঝাবে কাকে!

প্রিয়ার মন যখন অনেকটা খারাপ থাকে,
তখন বৃষ্টির আশায় জানালা দিয়ে দৃষ্টি রাখে।
তার বেদনাময় মন শান্ত হতে শুরু করে,
হাওয়ার সাথে টুপটাপ বৃষ্টি পড়তে দেখে।

বৃষ্টির কোমল হাওয়ায় প্রিয়ার চুল উড়ে,
এলোমেলো সেই চুল বার বার গুছায় সে।
হঠাৎ যখন বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকে উঠে,
হয়তো সে আমায় প্রছন্দ বেশি খুঁজে।
আজ ভীষণ মনে পড়ছে যখনি বৃষ্টি নামছে।।

বৃষ্টি নিয়ে কবিতা

এই অনুচ্ছেদে জেনে নেয়া যাক আমাদের পরবর্তি অন্যান্য বৃষ্টি নিয়ে কবিতা গুলো সম্পর্কে। আমাদের বিশ্বাস আজকের এই বৃষ্টি বিষয়ক কবিতাগুলো আপনাদের ভালো লাগবে। এ ধরনের আরো বৃষ্টি কবিতা পেতে আপনাদের মতামত জানাবেন। বৃষ্টির পরবর্তি অন্যান্য কবিতাগুলো সম্পর্কে জেনে নেয়া যাক।

হঠাৎ বৃষ্টি

হঠাৎ চারিদিকে হয়ে গেলো অজস্র অন্ধকার,
একটু পরে নামবে বৃষ্টি।
কলা পাতাগুলো বাতাসের তালে করছে নৃত্য,
কি যেন এক অপরূপ সৃষ্টি!
বৃষ্টিতে একদল ভিজবে বলে হয়েছে অনেক খুশি,
তাদের খুশির দিকে যাচ্ছে বারে বারে দৃষ্টি।
কোমল শিশুটির গায়ে লাগছে ঘন ঘন বাতাস,
সেই খুশিতে শিশুটি হাসছে লাগছে খুব মিষ্টি।
ওগো তাড়াতাড়ি নেমে আয় বৃষ্টি শুধু বৃষ্টি।।

পরবর্তি কবিতার নাম “ঝুম ঝুম বৃষ্টি”

ঝুম ঝুম বৃষ্টি

বাইরে ঝুম ঝুম করে পড়ছে প্রচুর বৃষ্টি,
নদী করছে বান।
জানালা দিয়ে গন্ধরাজের দিকে তাকিয়ে আছি,
পাচ্ছি না আগের মত মুগ্ধকর ঘ্রাণ।
প্রছন্দ বৃষ্টি হওয়ায় বাবুই পাখিগুলো বসে আছে,
নিজেদের তৈরি করা অপূর্ব বাসায়।
এদিকে পুঁই শাকটি খুশিতে যেন বেড়ে উঠছে,
বাড়ির সামনে উঠোনের মাচায়।
চারিদিক হয়েছে নিস্তব্ধ নামছে শুধু ঝুম ঝুম বৃষ্টি।।

পরবর্তি কবিতার নাম “শৈশবে বৃষ্টিতে ভেজা”

শৈশবে বৃষ্টিতে ভেজা

কতই না মধুর ছিল আমার সেই শৈশব জীবন,
আম কুড়োতে যেতাম ভিজে ভিজে বৃষ্টিতে।
সে সময় থাকতো না কোনো ধরনের চিন্তা ভাবনা,
সব সময় থাকতাম রং ঢং কি যেন খুশিতে।
মাঝে মাঝে ইচ্ছে করে যদি পারতাম ফিরে যেতে,
আগের সেই বৃষ্টিতে ভেজা শৈশবের জীবনে।
মিষ্টি মধুর, হাসি আনন্দ, দুষ্টুমিতে কাটিয়ে দিতাম,
চিন্তাহীন সেই অসাধারণ এক খুশির ভূবনে।
মিস করি অনেক শৈশবে বৃষ্টিতে ভেজা আমার,
হারিয়ে গেলো সব জীবন কালের বিবর্তনে।।

আমাদের কথাঃ উপরের বৃষ্টি নিয়ে কবিতা গুলোর মত আরোও কবিতা পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। আমরা এ ধরনের বৃষ্টি কবিতা পরবর্তিতে শেয়ার করবো। এছাড়া আপনারা কমেন্টের মাধ্যমের জানাতে পারেন আপনারাদের মূল্যবান মতামত পরবর্তিতে কি ধরনের কবিতা পড়তে বেশি আগ্রহবোধ করেন। শুধু তাই নই আমাদের অন্যান্য আর্টিকেলগুলো পড়ে দেখার অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রতিনিয়ত শেয়ার করে থাকি। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়মিত পড়তে চাইলে আমাদের সাথে থাকতে হবে। ধন্যবাদ।।

Read more