সৌদি আরবের কোম্পানি নাম ২০২৩ | Saudi Arabia Best Companies Name List

যারা সৌদি আরবে কাজ করার জন্য যেতে চান কিংবা ইতিমধ্যে কাজ করছেন তাদের সৌদি আরবের কোম্পানি নাম জানা অবশ্যই প্রয়োজন। তাই আজকের এই আর্টিকেলে সৌদি আরবের বৃহত্তর কোম্পানিগুলোর নাম শেয়ার করা হবে। সেই সাথে কোম্পানিগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করা হবে। যাইহোক, বেশি কথা না বাড়িয়ে আলোচনার মূল বিষয়ে যাওয়াা যাক।

সৌদি আরবের কোম্পানি নাম

সৌদি আরবে যেতে চাইলে অবশ্যই সৌদি আরবের কোম্পানির নাম জেনে নিতে হবে। আপনি যদি সৌদি আরবের কোম্পানির নাম না যান তাহলে আপনি চাকরি খুঁজে পাবেন কিভাবে? আর অন্য মানুষের থেকে কোম্পানির নাম জানা কিংবা চাকরি খোঁজা এটি খুবই ক্ষতিকর। অনেক সময় আপনার কাছ থেকে অনেকে টাকা নিবে চাকরি দেওয়ার কথা বলে অথবা সৌদি আরবে গিয়ে ভালো পজিশনে আপনাকে দাঁড় করে দেওয়ার জন্য।

তবে এদের চক্করে পড়লে আপনাকে অবশ্যই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে উঠতে হবে। কিভাবে অনেকেই নিজের সর্বস্ব হারিয়ে ফেলেছে শুধুমাত্র দালালের চক্করে পড়ে। তারা সাধারণত আপনাকে অনেক দামী দামী চাকরির কথা বলবে এবং সৌদি আরবে কোম্পানি নাম বলবে। তাই আপনি যদি নিজেই কোম্পানিগুলোর নাম জেনে থাকেন এবং বেতন সম্পর্কে জেনে থাকেন তাহলে আর অন্য কারো থেকে জানতে হবে না।

শুধু চাকরি খোঁজার ক্ষেত্রে নয় প্রতিটি কাজের জন্য আলাদা আলাদা কোম্পানির সম্পর্কে জানতে হবে। ধরুন আপনার লোন লাগলো কিংবা যে কোন সমস্যা হলো সে ক্ষেত্রে কিন্তু আপনাকে আবার সৌদি আরবে গিয়ে এজেন্সি কোম্পানি খুঁজে বের করতে হবে। আবার আপনি যদি ভিসার ম্যাথ ফুরিয়ে ফেলেন এবং ভিসা করতে চান সে ক্ষেত্রে আবার ভিসা কোম্পানির দরকার হবে। তাছাড়াও কিছু কিছু কোম্পানি আছে তাদের কাছে খুব ভালো চাকরি পাওয়া যাবে।

এজেন্সি সৌদি আরবের কোম্পানি নাম

এজেন্সি সৌদি আরবে অসংখ্য এজেন্সি কোম্পানি রয়েছে। তবে সবচাইতে ভালো কোম্পানি কোনটি তা নিয়ে অনেকেই কনফিউশনে পড়ে থাকে। এছাড়াও এসব কোম্পানিগুলো যেন আপনার সঙ্গে প্রতারিত না করে ভাল রকম সার্ভিস দেয় সেটিতে নিশ্চিত থাকতে হয়।

সেই কথা বিবেচনা করে আমরা একটি কোম্পানি খুঁজে বের করেছি যার নাম আল ইয়া-মামা। আল-ইয়ামামা সৌদি আরবের অন্যতম বৃহৎ কোম্পানি, বা বলতে পারেন এজেন্সি প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠানের মধ্যে আপনি শেষ নির্মাণ অর্থাৎ লোনের জন্য ঋণ পাবেন এবং তার সাথে সাথে আরো বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। এর প্রধান কার্যালয় সৌদি আরবের দাম্মামে অবস্থিত।

নিচে আরো বেশ কিছু কোম্পানির নাম দেওয়া হলো – 

Company Name Activities Headquarters
Saudi Basic Industries Corporation (SABIC) Diversified Riyadh
Savola Group Consumer goods Jeddah
Yanbu National Petrochemical Company Oil and gas Yanbu
Almarai Consumer goods Riyadh
Dar Al-Arkan Real Estate Development Company Financials Riyadh
Abdullah Al-Othaim Markets Consumer services Riyadh
Al Faisaliah Group Conglomerates Riyadh
Al Shoula Group Conglomerates Riyadh
Advanced Electronics Company Limited Industrials Riyadh
Al Riyadh Consumer services Riyadh
Al Bayan Holding Group Conglomerates Riyadh
Bahri Transportation Riyadh
Jarir Bookstore Consumer services Riyadh
A. A. Turki Group Conglomerates Dammam
Zamil Steel Holding Industrials Dammam
Abdulla Fouad Group of Companies Conglomerates Dammam
Al-Muhaidib Conglomerates Dammam
Kudu Consumer services Riyadh
Al Yaum Consumer services Dammam
Mawarid Holding Conglomerates Riyadh
Olayan Group Conglomerates Riyadh
Maaden Basic materials Riyadh
Nadec Consumer goods Riyadh
Panda Retail Company Consumer services Riyadh
Omrania and Associates Industrials Riyadh
SACO Hardware Consumer services Riyadh
Qaym Consumer services Riyadh

সৌদি আরবের কোম্পানি নাম জুসুর ইমদাদ

বর্তমান সময় সৌদি আরবের অন্যতম একটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করার জন্য অসংখ্য মানুষ তৎপর হয়ে উঠেছে। কেননা এই প্রতিষ্ঠানে চাকরি পেলে সত্যিই অনেক বেশি সুযোগ-সুবিধা পাওয়া যাবে। জুলুস ইমদাদ কোম্পানিতে বেতন হয়ে থাকে সর্বনিম্ন এক লক্ষ টাকা বাংলাদেশী। অর্থাৎ চাকরি পেলে অবশ্যই এখান থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করা যাবে।

দশ হাজার এক জনের অধিক কর্মচারী বর্তমান সময় কোম্পানিতে চাকরি করছে। কোম্পানিটি সাধারণত প্রদান করে থাকে মানব সম্পদ সেবা। ২০১৬ সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়েছিল। ব্যবসায়িক খাত এবং ব্যক্তি খাতের পরিষেবা সহ সমন্বিত পরিষেবাগুলি, উচ্চ যোগ্য জাতীয় এবং বিদেশী জনশক্তি দিয়ে বাজার সরবরাহ করে থাকে এ কোম্পানি।

মালয়েশিয়া যেতে কত টাকা ও বয়স লাগে?

সৌদি আরবের কোম্পানি নাম সাসকো

আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন ব্যবস্থা নিয়ে এই কোম্পানিটি নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। এবং অধিগত সহজ রয়েছে আগের কোম্পানির তুলনায় এখানে চাকরি পাওয়া। এবং এখানের বেতনের মান আগের কম্পানির তুলনায় প্রায় সমান রয়েছে। তাছাড়া এখানে তাদের সদস্যের সংখ্যা 11 থেকে 50 জন। আরেকটি বেশ কিছুদিন আগেই অর্থাৎ 2021 সালে প্রতিষ্ঠিত হয়েছে।

কোম্পানিটি ২০২১ সালে প্রতিষ্ঠিত হলেও খুব নামকরা খ্যাতি অর্জন করেছে মাত্র এই ১ থেকে দুই বছরে। এটি হচ্ছে একটি ট্রেডিং টুল। যার মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ট্রেনিং করতে পারবেন। বলতে পারেন এটি একটি শেয়ার বাজারের মতন প্রতিষ্ঠান। যেখানে যে কেউ চাইলে অর্থ লাগিয়ে দ্বিগুণ তিন গুণ করতে পারে। এছাড়াও তাদের কাছে ৪০ বছরের ট্রেডিং অভিজ্ঞতা রয়েছে।

সৌদি আরবের কোম্পানি নাম আরামকো

আরামকো সৌদি আরবের সবচাইতে বড় বৃহত্তম একটি কোম্পানি। যেখানে আপনি তেল খনিজ সম্পদ এবং প্রাকৃতিক গ্যাস পাবেন। এই কোম্পানিতে প্রতিনিয়ত হাজার হাজার মানুষকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এরই পাশাপাশি কোম্পানি থেকে আপনি চাইলে তেল, গ্যাস কিংবা দরকারি যেকোনো কিছু নিতে পারে। আর এই কোম্পানির মালিক সৌদি আরবের পেট্রোলিয়াম এবং খনিজ মন্ত্রী। আসলে এটি সরকার প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। যার ফলে সরকার দ্বারা পরিচালিত হচ্ছে।

১৯৩৩ সালে প্রথমবারের মতন আরামকো প্রতিষ্ঠিত করা হয় সৌদি আরবে। তখন থেকেই বিভিন্ন ধরনের প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য তেল এবং খনিজ সম্পদ নিয়ে কাজ শুরু করেন। ২০১৬ সালের মোতাবেক ২২ হাজার কর্মচারী কাজ করেছিল তখন। এবং বর্তমানে ২৩ সালে অনেক কর্মচারীর প্রয়োজন রয়েছে। তাই বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হচ্ছে আরামকো থেকে। এবং বাইরের দেশ অর্থাৎ বাংলাদেশ-ভারত কিংবা অন্যান্য দেশ থেকে তারা কর্মচারী নিবে। আপনিও চাইলে ভালো করে খোঁজখবর নিয়ে কোম্পানিটির জন্য আবেদন করে চাকরি করতে পারেন।

কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম

ভিসা সৌদি আরবের কোম্পানি নাম

সৌদি আরবের বিভিন্ন ভিসা কোম্পানী রয়েছে এবং তাদের ৬৫ হাজার টাকা থেকে ভিসা দেওয়া শুরু করেছে। শুধু ভিসা নয় এইসব এজেন্সি আপনাকে সরাসরি সৌদি আরব পর্যন্ত পৌঁছে দিবে এবং অনেক এজেন্সি আবার কাজের ব্যবস্থা করে দিবে। সাখাওয়াত আকাশ কিংবা মঞ্জিল ভিসা বর্তমানে ভালো ধরনের কার্যক্রম করছে। তাই আপনি চাইলে এসব কোম্পানির কাছ থেকে সহজে সৌদির ভিসা নিতে পারেন।

নিচে কিছু কোম্পানির নাম দেওয়া হল –

Company Name Activities Headquarters
Saudi Aramco Oil and gas Dhahran
Bin Quraya Industrials Dhahran
Petro Rabigh Oil and gas Rabigh
Dussur Financials Riyadh
Saudi Oger Industrials Riyadh
Siemens Saudi Arabia Industrials Riyadh
Saudi Electricity Company Utilities Riyadh
Weqaya Financials Riyadh
Saudi Readymix Concrete Company Industrials Khobar
King Fahd Complex for the Printing of the Holy Quran Consumer services Medina
House of Alireza Conglomerates Khobar
Ahmad Hamad Al Gosaibi & Brothers Conglomerates Khobar
Rezayat Conglomerates Khobar
Nama Chemicals Basic materials Jubail
Al Baik Consumer services Jeddah
Al Tazaj Consumer services Jeddah
Saudi International Petrochemical Company Oil and gas Jubail
Al Madina Consumer services Jeddah
Al-Bilad Consumer services Jeddah
Dallah Al-Baraka Conglomerates Jeddah
Haji Husein Alireza & Company Ltd. Conglomerates Jeddah
Civil and Electrical Projects Contracting Company Industrials Jeddah
E. A. Juffali and Brothers Conglomerates Jeddah
Saudi Binladin Group Industrials Jeddah
Savola Group Consumer goods Jeddah
Okaz Consumer services Jeddah
Xenel Conglomerates Jeddah

সর্বশেষঃ আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা নিশ্চই সৌদি আরবের কোম্পানি নাম সম্পর্কে অবগত হয়েছেন। সৌদি আরবের কোম্পানি নামের পাশাপাশি কোম্পানি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যও শেয়ার করা হয়েছে। আর্টিকেলে উল্লেখিত বিষয়ে আপনাদের কোন ধরনের মতামত অথবা জানার থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।।

Leave a Comment