বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে

এবারের ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হতে চলেছে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরে মোট ৩২ টি দল ৮ টি গ্রুপে খেলবে। কিন্তু বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে তা হয়তো আপনি জানেন না। চিন্তার কোনো কারণ নেই, এই আর্টিকেলের আলোচনার মূল বিষয় হচ্ছে কাতার বিশ্বকাপ ২০২২ কোন কোন দেশ খেলবে, কোন মহাদেশ থেকে কোন দেশ খেলবে, বিশ্বকাপ ফুটবল ২০২২ কবে হবে এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। 

আপনি যদি এসব বিষয় নিয়ে জানার জন্য আগ্রহ প্রকাশ করেন তাহলে এখনি আর্টিকেলটি পড়া শুরু করুন। কারণ এই আর্টিকেলের সাহায্যে আপনার প্রশ্নের সকল উত্তর পেয়ে যাবেন। যাইহোক, কথা না বাড়িয়ে আলোচনার মূল বিষয় গুলো সম্পর্কে আলোচনা করা যাক। 

বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে

ইতিমধ্যে আপনি জেনেছেন যে ২০২২ সালের বিশ্বকাপে মোট ৩২ টি দল অংশগ্রহণ করবে। এই ৩২ টি দলের মধ্যে বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে তার তালিকা নিচে দেওয়া হল –

  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. জার্মানি
  4. ফ্রান্স
  5. ইকুয়েডর
  6. নেদারল্যান্ডস
  7. পর্তুগাল
  8. সেনেগাল
  9. কাতার
  10. ইংল্যান্ড
  11. মার্কিন যুক্তরাষ্ট্র
  12. ইরান
  13. ওয়েলস
  14. মেক্সিকো
  15. পোল্যান্ড
  16. সৌদি আরব
  17. ডেনমার্ক
  18. অস্ট্রেলিয়া
  19. তিউনিসিয়া
  20. স্পেন
  21. উরুগুয়ে
  22. জাপান
  23. দক্ষিণ কোরিয়া
  24. কোস্টারিকা
  25. বেলজিয়াম
  26. মরক্কো
  27. ক্রোয়েশিয়া
  28. কানাডা
  29. ক্যামেরুন
  30. সার্বিয়া
  31. ঘানা
  32. সুইজারল্যান্ড

আরো পড়ুনঃ

কাতার বিশ্বকাপ গ্রুপ ২০২২ তালিকা ছবি সহ

কোন মহাদেশ থেকে কোন দেশ খেলবে

বিশ্বকাপ বাছাই পর্বে যেসব দেশ উত্তীর্ণ হতে পেরেছে একমাত্র সেই দেশগুলো কাতার বিশ্বকাপ ২০২২ খেলার সুযোগ পেয়েছে। মূলত উয়েফা, কনমেবল, এএফসি, কাপ,কনকাকাপ ইত্যাদি ফুটবল লীগ থেকে ফিফা বিশ্বকাপ দল বাছাই করা হয়েছে। 

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ -এ সবথেকে বেশি দেশ খেলার সুযোগ পেয়েছে ইউরোপ মহাদেশ থেকে। এখন জেনে নেওয়া যাক কোন মহাদেশ থেকে কোন দেশ খেলবে।

এশিয়া মহাদেশঃ ফিফা বিশ্বকাপ ২০২২ খেলার জন্য এশিয়া মহাদেশ থেকে ৫ টি দেশ উর্ত্তীণ হয়েছে।

  • স্বাগতিক দেশ কাতার
  • জাপান
  • দক্ষিণ কোরিয়া
  • ইরান
  • সৌদি আরব

ইউরোপ মহাদেশঃ ২০২২ সালের ফিফা বিশ্বকাপে যে ১৩ টি দেশ ইউরোপ মহাদেশ থেকে অংশগ্রহণ করতে চলেছে – 

  • জার্মানি
  • ফ্রান্স
  • পর্তুগাল
  • বেলজিয়াম
  • ইংল্যান্ড
  • স্পেন
  • নেদারল্যান্ডস
  • সুইজারল্যান্ড
  • পোল্যান্ড
  • ক্রোয়েশিয়া
  • ওয়েলস
  • ডেনমার্ক
  • সার্বিয়া

আরো পড়ুনঃ

সরাসরি মোবাইলে লাইভ টিভি খেলা দেখুন

উত্তর আমেরিকা মহাদেশঃ এবারের বিশ্বকাপে ৪ টি দেশ উত্তর আমেরিকা মহাদেশ থেকে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

  • মেক্সিকো
  • কোস্টারিকা
  • যুক্তরাষ্ট্র
  • কানাডা

দক্ষিণ আমেরিকা মহাদেশঃ বিশ্বকাপ ফুটবল ২০২২ দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ৪ টি দেশ খেলবে।

  • আর্জেন্টিনা
  • ব্রাজিল
  • উরুগুয়ে
  • ইকুয়েডর

আফ্রিকা মহাদেশঃ মোট ৫ টি দেশ আফ্রিকা মহাদেশ থেকে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে।

  • সেনেগাল
  • ক্যামেরুন
  • তিউনিশিয়া
  • ঘানা
  • মরক্কো

অস্ট্রেলিয়া মহাদেশঃ শুধুমাত্র একটি দেশ অস্ট্রেলিয়া মহাদেশ থেকে বিশ্বকাপে খেলবে।

  • অস্ট্রেলিয়া

বিশ্বকাপ ফুটবল ২০২২ কবে হবে

অনেকে বিশ্বকাপ ফুটবল ২০২২ কবে হবে তা নিয়ে অধির আগ্রহে বসে আছেন। এবারের বিশ্বকাপ ফুটবল কাতারে ২০ নবেম্বর থেকে অনুষ্ঠিত হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে কাতারের ৫ টি শহরের ৮ টি স্টেডিয়ামে। অনেক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কাতার সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে ফেলেছে। এখন শুধু অনুষ্ঠিত হওয়ার পালা।

সর্বশেষঃ আপনি নিশ্চই বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে, কোন মহাদেশ থেকে কোন দেশ খেলবে এবং বিশ্বকাপ ফুটবল ২০২২ কবে হবে সে বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। এ বিষয়ে যদি আপনার কোন ধরনের মূল্যবান মতামত অথবা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।।