নিজেই করুন ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ | Free Fire diamond top up bd bkash

আপনি হয়তো এতদিন ধরে অন্যের মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করে আসছেন। এখন আর অন্যের মাধ্যমে free fire diamond top up করার প্রয়োজন নেই। আপনি এখন থেকে নিজেই free fire diamond top up bd bkash করতে পারবেন। অর্থাৎ এই আর্টিকেলে এমন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে যা free fire diamond top up with bkash সহজে নিজে নিজেই করতে পারবেন।

আরো পড়ুনঃ

ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ

আজকের এই আর্টিকেলে আমাদের মূল বিষয় হচ্ছে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ কিভাবে নিজে নিজেই সহজে করা যায়। যা অন্যের সাহায্য ছাড়াই নিজে নিজেই খুব সহজে ফ্রী ফায়ারে ডায়মন্ড টপ আপ করা যাবে। অন্যের মাধ্যমে ফ্রী ফায়ার একাউন্টে ডায়মন্ড টপ আপ করলে অনেক বেশি টাকা খরচ করতে হয় কিংবা অন্যের মাধ্যমে টপ আপ করলে একাউন্টের জন্য রিসকি থেকে যায়।

তাই নিজেই টপ আপ করলে বেশি দাম দিয়ে ডাইমন্ড কিনতে হবে না এবং সেই সাথে একাউন্টের সুরক্ষা থাকবে। কিভাবে নিজে নিজেই ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবেন সে বিষয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করা যাক।

সর্বপ্রথমে আপনাকে একটি ভার্চুয়ার মাস্টার কার্ড সংগ্রহ করতে হবে। মাস্টার কার্ডের কথা শুনে অনেকের কঠিন বিষয় মনে হতে পারে। ধৈর্য্য ধরুন আপনাকে বুঝিয়ে দিচ্ছি খুব সহজে কিভাবে ভার্চুয়াল মাস্টার কার্ড সংগ্রহ করবেন তা বলছি।

আমরা মূলত Pyypl ভার্চুয়াল মাস্টার কার্ডের মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করবো। তার আগে আমাদেরকে Pyypl একাউন্টে সাইন আপ করে ভার্চুয়াল মাস্টার কার্ডটি সংগ্রহ করতে হবে। যা সম্পূর্ণ বিনামূল্যে কার্ডটি নেওয়া যাবে।

একটি বিষয় বলে রাখি, এই কার্ডের সাহায্যে অনলাইনে অন্যান্য প্রোডাক্ট কেনা-কাটা করতে পারবেন। যেমনঃ অ্যামাজন, ফ্লিপকার্ট ইত্যাদি। 

এখন আসি কিভাবে Pyypl ভার্চুয়াল মাস্টার কার্ডটি সংগ্রহ করে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করা যায়।

  1. প্রথমে https://www.pyypl.com/ প্রবেশ করতে হবে। এরপর একটু নিচে App Store এবং Google Play দেখতে পাবেন। অ্যাড্রয়েট ইউজার হয়ে থাকলে Google Play বাটনে ক্লিক করুন। আর অ্যাপল ইউজার হয়ে থাকলে App Store ক্লিক করুন।
  2. এরপর সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে। এছাড়া Pyypl সরাসরি প্লে স্টোরে সার্চ করতে পারেন।
  3. অ্যাপসটি নিজের ফোনে ইনস্টল করে নিন। এরপর অ্যাপসে প্রবেশ করলে Activate Account দেখতে পাবেন। Activate Account বাটনে ক্লিক করুন।
  4. এরপর কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটি ০ বাদে ১ থেকে টাইপ করুন। তারপর SEND OTP বাটনে ক্লিক করুন।
  5. ক্লিক করার পর আপনার টাইপ করা নাম্বারে একটি OTP কোড পাঠানো হবে। সেই কোডটি খালি বক্সে টাইপ করুন। তারপর অটোমেটিক পরবর্তি স্টেপে নিয়ে যাবে।
  6. এরপর Allow এবং Deny দেখতে পাবেন। অবশ্যই Allow -তে ক্লিক করবেন।
  7. এর পরবর্তি স্টেপে Passport এবং National/Residency Id দেখতে পাবেন। এরপর National/Residency Id ক্লিক করুন।
  8. এরপর একটি Scan আসবে। ‍Scan -এ আপনার National ID বক্স বরাবর রাখুন। আপনার National Id কার্ড না থাকলে পিতা-মাতা অথবা অন্য যে কারোর National ID কার্ড ব্যবহার করতে পারবেন। (National ID কার্ড ব্যবহারে ভয়ের কিছু নেই আপনি সম্পূর্ণ সুরক্ষা থাকবেন)
  9. Scan -এ প্রথমে আইডি কার্ডের প্রথম পেজটি বক্স বরাবর রাখুন। এরপর আইডি কার্ডের পিছনের অংশ একি বাবে ধরুন। Scan হয়ে গেলে সরাসরি পরবর্তি স্টেপে নিয়ে যাবে।
  10. এরপর CONFIRM এবং SCAN AGAIN দেখতে পাবেন। CONFIRM বাটনে ক্লিক করুন।
  11. তারপর যে ব্যক্তির আইডি কার্ড ব্যবহার করা হয়েছে তাকে একটি সেলফি তুলতে হবে। সেলফি প্রদানকারী ব্যক্তির চেহারা সুন্দর করে দেখা গেলে TAKE PICTURE বাটনে ক্লিক করুন।
  12. ক্লিক করার পরে CONFIRM বাটনে ক্লিক করুন।
  13. Terms of use এর নিচে I agree to terms and conditions ঠিক মার্ক দিন। তারপর নিচের NEXT বাটনে ক্লিক করুন।
  14. Congratulations! এর নিচে আপনার ভার্চুয়াল কার্ডটি দেখতে পাবেন। এরপর নিচে START USING বাটনে ক্লিক করুন।
  15. এখন আপনার ভার্চুয়াল কার্ডটি ব্যবহারের জন্য প্রস্তুত।
নিজেই করুন ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ | Free Fire diamond top up bd bkash
নিজেই করুন ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ | Free Fire diamond top up bd bkash

Pyypl ভার্চুয়াল কার্ডটিতে এখন ডলার লোড করতে হবে। সেই ডলার দিয়ে খুব সহজে আপনার ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এখন ডলার লোড করবেন যেভাবে –

  1. প্রথমে ডলার লোড করার জন্য কার্ডের উপরে ADD MONEY বাটনে ক্লিক করুন।
  2. তারপর পরবর্তি পেইজে Cash, Bank Transfer, Binance, Debit Card, Crypto Wallet দেখতে পাবেন। এর যেকোনো একটি সাহায্যে আপনার ভার্চুয়াল কার্ডে ডলার লোড করতে পারবেন।
  3. Cash বাটনে ক্লিক করলে এজেন্ট এর লোকেশন এর সাথে ফোন নাম্বার দেখতে পাবেন। যা এজেন্টের সাথে যোগাযোগ করে বিকাশ/নগদ অথবা সরাসরি তার সাথে দেখা করে ডলার লোড করতে পারবেন।
  4. যেহেতু বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বহুল প্রচলিত তাই আপনি ক্রিপ্টোকারেন্সি দিয়ে সরাসরি ডলার লোড করতে পারবেন। ক্রিপ্টোকারেন্সি দিয়ে ডলার লোড করার জন্য Binance অথবা Crypto Wallet অপশনটি ব্যবহার করতে পারেন।
  5. ডলার লোড করা হয়ে গেলে Pyypl কার্ডের উপরে Balance -এ লোডকৃত ডলারের পরিমাণ দেখতে পাবেন।
নিজেই করুন ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ | Free Fire diamond top up bd bkash
নিজেই করুন ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ | Free Fire diamond top up bd bkash

Pyypl ভার্চুয়াল কার্ডে ডলার লোড করা হয়ে গেলে কিভাবে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ এর কাজটি করবেন সে বিষয়ে এখন স্টেপ বাই স্টেপ আলোচনা করা যাক –

  1. প্রথমে আপনার Free Firee গেমের একাউন্টে প্রবেশ করুন। এরপর আপনি ডায়মন্ড টপ আপের কোন প্যাকটি নিতে চান সেই প্যাকে ক্লিক করুন।
  2. তারপর Add credit or debit card অপশনে ক্লিক করুন। 
  3. এরপর Card number বসানোর জন্য একটি খালি বক্স দেখতে পাবেন। Card number এর জন্য আপনার Pyypl অ্যাপসছে প্রবেশ করুন।
  4. প্রবেশ করার পর ভার্চুয়াল কার্ডের উপর ক্লিক করুন। ক্লিক করার পর কার্ডের নিচে Pause card, View card, Replace card এবং Copy card number দেখতে পাবেন। এখন থেকে View card অপশনে ক্লিক করুন।
  5. ক্লিক করার পর Pyypl কার্ডের নাম্বার, কার্ড ভেলিড তারিখ এবং সিভিভি দেখতে পাবেন।
  6. এখন কার্ড নাম্বারটি আপনার Fire Fire একাউন্টের Card number -এ টাইপ করুন। অথবা সরাসরি Pyypl কার্ডের নিচে Copy card number অপশনে ক্লিক করে কার্ড নাম্বারটি কপি করুন। তারপর Fire Fire একাউন্টের Card number -এ পেস্ট করুন।
  7. কার্ড নাম্বার বসানো হয়ে গেলে নিচে MM/YY এবং CVC দেখতে পাবেন। যা আপনার Pyypl কার্ডের উপর দেখতে পাবেন। কার্ড অনুসারে সেগুলো টাইপ করুন।
  8. কার্ডে ব্যবহৃত নাম, কান্ট্রি বাংলাদেশ এবং জিপ কোড / পোস্ট কোড টাইপ করে Save অপশনে ক্লিক করুন।
  9. এরপর কার্ড থেকে ডলার কেটে নিবে এবং আপনার ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ হয়ে যাবে।

এভাবে খুব সহজে আপনি নিজেই আপনার ফ্রী ফায়ারের জন্য ডায়মন্ড টপ আপ করতে পারবেন। প্রথম অবস্থায় এসব প্রচেস আপনার অনেক ঝামেলার মনে হতে পারে। যখন একবার এভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবেন তখন আপনার জন্য খুব সহজ লাগবে। আসলে সত্যি কথা বলতে এটা তেমন কিছু কঠিন বিষয় না খুব সহজ। 

এভাবে আপনি ফ্রী ফায়ার ছাড়াও অন্যান্য গেমে এভাবে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এতে আপনার অন্যের উপর নির্ভর করতে হবে না। Pyypl কার্ডে ডলার থাকলে আপনি রাত দিন ২৪ ঘন্টা যেকোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবেন।

Free Fire Diamond Top Up

আমরা একটু আগে উপরে free fire diamond top up সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই পদ্ধতি অনুসরণ করে আপনি খুব সহজে আপনার ফ্রী ফায়ার গেমের জন্য যেকোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আপনি যদি উপরে দেওয়া প্রচেসটি অনুসরণ করেন তাহলে আপনাকে অন্যের উপর নির্ভর হয়ে ডায়মন্ড টপ আপ করতে হবে না।

আমাদের দেওয়া প্রচেসটি অনুসরণ করলে আপনার যখন ইচ্ছা তখন free fire diamond top up করতে পারবেন। এক কথায় রাত দিন ২৪ ঘন্টা সহজে নিজে নিজেই ডায়মন্ড টপ আপ করা যাবে।

Free Fire Diamond Top Up BD Bkash

উপরে আমরা কিভাবে free fire diamond top up bd bkash করা যায় সে বিষয়ে বিস্তারিত বলেছি। অর্থাৎ আপনি বিকাশের মাধ্যমে Pyypl কার্ডে ডলার লোড করে ডায়মন্ড টপ আপ করতে পারবেন। অথবা ক্রিপ্টোকারেন্সি ডলার BUSD / USDT বিকাশের মাধ্যমে কিনে কার্ডে ডলার লোড করতে পারবেন।

আর সেই ডলার দিয়ে আপনার ইচ্ছামত যেকোনো সময় ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবেন। এছাড়া অনেক পদ্ধতি যেগুলো free fire diamond top up bd bkash করতে হলে অন্যের মাধ্যমে করতে হবে। মানে আপনি বিকাশের মাধ্যমে টাকা দিবেন আর আপনাকে ডায়মন্ড দেওয়া হবে।

এসব মাধ্যমে টপ আপ করতে গেলে আপনি যদি সঠিক লোক থেকে কাজটি করাতে না পারেন তাহলে আপনার টাকা মেরে দিবে। তাই আপনি অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজেই Pyypl ভার্চুয়াল কার্ডের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করুন।

Free Fire Diamond Top Up With Bkash

আপনি যদি free fire diamond top up with bkash করতে চান তাহলে উপরের আলোচিত বিষয়গুলো ভালো করে অনুসরণ করুন। উপরের আলোচিত বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে অনুসরণ করতে পারেন তাহলে অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে নিজেই ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারবেন।

তাই আমাদের সাজেস্ট থাকবে free fire diamond top up with bkash করার জন্য উপরের আলোচিত বিষয়গুলো অনুসরণ করুন।

সর্বশেষঃ আশা করছি এই আর্টিকেলের সাহায্যে কিভাবে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ নিজে নিজেই করতে হয় সে বিষয়ে জানতে পেরেছেন। আপনার যদি free fire diamond top up / free fire diamond top up bd bkash / free fire diamond top up with bkash সম্পর্কে কোনো ধরনের মতামত থাকে তবে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।।

Read more