মালয়েশিয়া ভিসা কবে খুলবে 2023 [ভিসার দাম, আবেদন পদ্ধতি]

যারা মালেশিয়াতে কাজ করতে যেতে চান তাদের অবশ্যই মালয়েশিয়া ভিসা কবে খুলবে তা জানা উচিত। কেননা এটি না জানলে কখনোই মালেশিয়া যেতে পারবেন না। চলুন তাহলে জেনে নিবো “মালয়েশিয়ার ভিসা কবে খুলবে”

মালয়েশিয়া ভিসা কবে খুলবে 2023

আমরা জানি ১৯ নভেম্বর ২০২১ হতে মালেশিয়া ভিসা কর্মীদের জন্য উন্মুক্ত হয়েছে। যেখানে ১৯ ডিসেম্বর ২০২১ এটির জন্য স্বাক্ষর করেন দুই দেশের সরকার। আর তখন থেকেই কর্মচারীরা যেতে পারে মালেশিয়া। তবে এখন জানতে হবে “মালয়েশিয়া ভিসা কবে খুলবে ২০২৩“। কেননা, কোভিড – ১৯ এর জন্য ভিসা কার্যক্রম বন্ধ ছিলো।

আমাদের দেশ (বাংলাদেশ) হতে অনেক মানুষ অবৈধভাবে মালেশিয়ায় যাওয়াতে মালেশিয়ান সরকার তখন ভিসা দেওয়া বন্ধ করেন। তবে আবারো তা চালু হলো। কর্মসংস্থান সৃষ্টিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর মূলত ২০২৩ সালে ভিসা কার্যক্রম চালু আছে। তাই চাইলে আপনি অনায়াসে মালেশিয়া যেতে পারবেন ভিসা করে। আর যেতে চাইলে জানতে হবে “মালয়েশিয়া ভিসার দাম কত“।

পাসপোর্ট চেক করার নিয়ম, আবেদন পদ্ধতি ও খরচ

মালয়েশিয়া ভিসার দাম কত

আপনি মালয়েশিয়া ভিসার দাম বর্তমানে কত টাকা না জেনে থাকলে এখন এ বিষয়ে বিস্তারিত জেনে নিবো। যা আপনার এ বিষয়ে পরিষ্কার ধারণা হয়ে যাবে। 

যেহেতু মালয়েশিয়া ১টি উচ্চবিত্ত রাষ্ট্র এবং শীর্ষ বিলাসী রাষ্ট্র সেহেতু এখানে উৎপাদনের চাহিদাও বেশি। ঠিক তেমনি কাজের চাহিদাও বেশি। তাই প্রতিনিয়তই বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে পর্যাপ্ত রাষ্ট্র থেকেই মালয়েশিয়ায় কাজের জন্য কর্মচারী যাচ্ছে। এর পাশাপাশি অনেকে মালয়েশিয়া সম্পর্কে জানার জন্য ঘুরতেও যাচ্ছে।   

আমাদের বাংলাদেশ হতে প্রতি বছর হাজার হাজার লোক মালয়েশিয়ার ভিসায় যায়। ঠিক তেমনি ইন্ডিয়া থেকেও প্রচুর কর্মচারী মালয়েশিয়াতে কাজের জন্য যায়। সবচেয়ে বেশি ইন্ডিয়ান নাগরিকেরা যায় হলো তামিল ইন্ডিয়ান নাগরিকেরা। ইন্ডিয়ান তামিল ভাষাভাষী লোকেরা মালয়েশিয়াতে খুবই বড় ধরনের একটি জায়গা করে নিয়েছে। যেখানে তারা ইন্ডিয়ার থেকেও খুবই চমৎকার অবস্থানে রয়েছে মালয়েশিয়া বসে। 

আর এজন্য মূলত এসব বিষয় দেখেই আপনি মালয়েশিয়া যেতে চাচ্ছেন এবং জানতে চাচ্ছেন মালয়েশিয়া ভিসার দাম কত। আমরা দেখেছি বিগত সনে যারা মালয়েশিয়ায় গিয়েছে বা অধুনা যারা আপনার বন্ধু-বান্ধব অথবা আত্মীয়-স্বজন মালয়েশিয়া রয়েছে তারা হয়তো ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে ২ লক্ষ অর্থের ভিতরে মালয়েশিয়া গিয়েছে হয়তোবা অনেকে এর থেকে বেশিও দিয়েছে। সেটি হয়তো দালালরা নিয়েছে তবে মালয়েশিয়া যেতে ২ লক্ষের অধিক এর আগে লাগেনি।   

কিন্তু সাম্পপ্রতিককালে বাংলাদেশ বিদেশি সাহায্য মন্ত্রণালয় হতে ১টি ঘোষণা দেওয়া হয়েছে যে, বাংলাদেশ থেকে যদি কোন নাগরিক কোন সংস্থার সাহায্যে মালয়েশিয়া যায় তাহলে সেই কোম্পানিকে উক্ত নাগরিকের বিমান ভাড়া এবং মেডিকেল ব্যয় সহ যাবতীয় খরচ বহন করতে হবে। তবে আপনারা সকলেই জানেন বিদেশি অনুগ্রহ মন্ত্রণালয়ের ১টি কথা কার্যকর হতে অনেকটাই সময় লাগে তবে এই বিষয়টা কত দিনে কার্যকর হবে সেটি বলা খুবই মুশকিল অথচ অধিকাংশই দুই থেকে তিন লাখ টাকা দিয়ে মালয়েশিয়া যাচ্ছে ।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নেওয়ার নিয়ম

মালয়েশিয়া ভিসা আবেদন

দেশব্যাপী বিভিন্ন জেলায় বিএমইটি’র ৪২ টি কার্যালয় এবং ১১ টি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে। সেক্ষেত্রে সঙ্গে করে কর্মীর পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, নিজের মুঠো ফোন নম্বর, যদি ইমেইল তাহলে সেটি, যদি কোন সক্ষমতা সনদ থাকে সেটি নিয়ে যেতে হবে। কেন্দ্রে গিয়ে নিবন্ধন করলে আঙুলের ছাপ নেয়া হবে। এসব কেন্দ্রের কর্মীরা আগ্রহী শ্রমিকদের তথ্য রেজিস্টার পোর্টালে কানেক্ট করে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সহায়তা করবেন। 

এছাড়া রাষ্ট্রশাসক গোষ্ঠী কর্তৃক অ্যাপ্রুভড ‘আমি প্রবাসী’ অ্যাপ্লিকেশন ইউজ করেও নিবন্ধন করা যাবে। কেন্দ্রে গিয়ে নিবন্ধনে ২০০ টাকা ফি দিতে হবে। অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে ২০০ টাকার সঙ্গে অতিরিক্ত ১০০ টাকা ‘আমি প্রবাসী’ অ্যাপের পরিসেবা চার্জ হিসেবে পরিশোধ করতে হবে। দক্ষতা সনদ ছাড়াও ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে যে কেউ নিবন্ধন করতে পারবে। এরপর কর্মীর নামে একটি আইডি তৈরি হবে। যা দুই বছরের জন্য নিবন্ধনের কার্যকারিতা থাকবে।

যে সাতটি দেশে আজকাল বাংলাদেশি কর্মীরা সর্বাপেক্ষা অধিক যায় এ সময়কালে আগ্রহী কর্মী নিজের সম্পর্কে তথ্য আপডেট ও সম্পাদনা করতে পারবেন। নতুন কোন ডিগ্রি, প্রশিক্ষণ ও সক্ষমতা অর্জন করলে সেই বিষয়ক সার্টিফিকেট আপলোড করতে পারবেন। যারা পূর্বেই প্রবাসে যাওয়ার জন্য বিএমইটিতে নিবন্ধিত রয়েছেন তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে তারাও ইনফরমেশন আপডেট করতে পারবেন। রেজিস্টার সমাপ্ত হলে কর্মীর ফোন নম্বরে একটি মেসেজ যাবে।

কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম

মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ

নিচে আপনাদের সুবিধার্থে বেশ কিছু মালয়েশিয়া ভিসা প্রসেসিং এজেন্ট লিস্ট ইন বাংলাদেশ দেয়া হল –

GD Assist Limited  

মহাখালী, ঢাকা – মোবাইল নাম্বার

  • +88 01737908874

International Travel Corporation Limited

গুলশা,  ঢাকা ফোন নাম্বার 

  • +88 01766194500

Logistic Travels and Tours Ltd

মতিঝিল, ঢাকা। মোবাইল নাম্বার –

  • +88 0241070225
  • +88 01922228804

Saimon Overseas 

গুলশান ঢাকা। ফোন নাম্বার

  • +88 029882273
  • +88 01840999968

ট্রাভেল শপ লিমিটেড -গুলশান ঢাকা। মোবাইল নাম্বার –

  • +88 029852491

শেষ কথাঃ আশা করছি, উপরের আলোচিত বিষয় হতে মালয়েশিয়া ভিসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে পেরেছেন। এছাড়া মালয়েশিয়া ভিসা সম্পর্কে কোন বিষয়ে জানার থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।।