Realme C33 Price In Bangladesh | Realme C33 বাংলাদেশে কত টাকা

Realme C33 রিয়েলমি কোম্পানির একটি নতুন স্মার্টফোন। আর আজকের পোস্টের মাঝে জানানো হবে Realme C33 বাংলাদেশে কত টাকা। মোবাইলটি যত বাংলাদেশের লঞ্চ হয়েছে এবং বাংলাদেশী প্রাইজ যত খুবই স্বল্প তাই চাইলে ক্রয় করতে পারেন। তাহলে চলুন আজকের আলোচনার মূল বিষয় Realme C33 Price In Bangladesh নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

Realme C33 Price In Bangladesh

Name Realme C33
Colors Sandy Gold, Aqua Blue, Night Sea
Display Size 6.5 Inches
Back Camera Dual 50+0.3 Megapixel
Front Camera 5 Megapixel
Battery 5000 mAh with 10 Fast Charger
Os Android 12
Cheapest Unisoc Tiger T612
Ram 3/4
Rom 32/64/128
Price 12399৳

Realme C33 বাংলাদেশে কত টাকা

মোবাইল ফোনটি বাংলাদেশ বাজারে পাওয়া যাবে খুবই সুলভ মূল্যে। মাত্র ১২৯৯৯ টাকায় পাওয়া যাবে realme c33 মোবাইলটি। আর এই মোবাইলের মধ্যে যে স্পিসিফিকেশনগুলো রয়েছে তা উপরে উল্লেখিত হয়েছে। তবুও সাধারণ বর্ণনা দেওয়া আমার কর্তব্য।

realme c33 মোবাইল ফোনটিতে ব্যবহৃত হয়েছে ৫০ মেগাপিক্সেলের একটি অসাধারণ ক্যামেরা। আমি বুঝতে পারছি না এত কম দামের মধ্যে অসাধারণ ক্যামেরা কিভাবে রিয়েলমি দিয়েছে। তবে অসাধারণ এই ক্যামেরা দেওয়ার ফলে realme কোম্পানিকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাছাড়া পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রদান করেছেন realme কোম্পানি এটি।

পারফরম্যান্স সেক্টরে যথেষ্ট উন্নয়ন ঘটানো হয়েছে এই স্মার্টফোনে। ইউনিসক ট্রিগার টি ৬১২ প্রসেসর ব্যবহৃত হয়েছে। গেমিং এর দিক থেকে যে এগিয়ে থাকবে তার প্রসেসর দেখেই বোঝা যাচ্ছে। গেম খেলে যথেষ্ট ভালো পারফরমেন্স realme কোম্পানির সবগুলো ফোনে পাওয়া যায়। এটিও তার ব্যতিক্রম হবে না আশা করছি। থেকে স্মার্ট ফোনেও গেমিং করে খুব মজা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাংক প্রাইস ইন বাংলাদেশ | Best Power Bank 2022

ফ্রী ফায়ার পাবজি সহ অন্যান্য গেম বর্তমানে বাংলাদেশে বিখ্যাত। আশা করছি এই মোবাইলে গেম করে খুব মজা পাবেন। যেহেতু ফ্রি ফায়ার খেলোয়াড়ের সংখ্যা বেশি তাই ফ্রি ফায়ার নিয়ে কথা বলা যায়। মূলত, রিয়েলমি কোম্পানির সব মোবাইলে ফ্রী ফায়ার গেম খুব ভালোভাবে চলে। আর এই নতুন আপডেট অনুসারে স্মার্টফোন খুব ভালো পারফরমেন্সে চলবে।

Realme C33 Review

এতক্ষণ ধরে মোবাইলে পারফরম্যান্স নিয়ে অনেক কথা বলা হয়েছে। তবে একটি মোবাইল যেরকম কেনা হয় তার প্রতিটি শ্রেষ্ঠ আপনাদের ভাল করে বিবেচনা করতে হয়। সেই সুবিধার্থে আপনাদের সামনে এখন আমি realme c33 রিভিউ করব।

ক্যামেরা: মোবাইল ফোনটিতে মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল প্লাস দুই মেগাপিক্সেল প্লাস ২ মেগাপিক্সেল। এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ১০৮০ রেজুলেশন এ ভিডিও রেকর্ডিং করা যাবে। ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো হবে আশা করছি। আশা কামনা করা যায় মোবাইলটি দিয়ে ছবি তুলে খুব ভালো পারফরমেন্স পাবেন।

চার্জিং এবং ব্যাটারি: মোবাইল ফোনটিতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তার ক্ষমতা ৫০০০ মিলি অ্যাম্পিয়ার। যার চার্জিং সিস্টেম ১৮ ওয়ার্ডের চার্জার দ্বারা লিপিবদ্ধ। এর ফলে খুব সহজে স্বল্প সময়ে চার্জিং হয়ে যাবে। তাছাড়া দীর্ঘ সময় ধরে realme এই মডেল স্মার্টফোন ব্যবহার করা সম্ভব।

পারফরমেন্স: মোবাইলের মধ্যে যে প্রসেসর রয়েছে তা নিয়ে সামান্য আলোচনা করা হয়েছিল। তাছাড়া মোবাইল ফোনটির যেরকম ক্ষমতা তা অনুযায়ী এখানে একসাথে পাবজি, ফ্রি ফায়ার খেলা যাবে। তবে আমার মতে ফ্রি ফায়ার কিংবা পাবজি যেকোনো একটি খেলা সবচেয়ে ভালো হবে। কেননা যে কোন মোবাইলেই একসাথে দুইটি হাই গ্রাফিক্সের গেম থাকলে সামান্য সমস্যা দেখা দিতে পারে। তাই সমস্যাগুলো কাটাতে যেকোনো একটি ভালো গ্রাফিক্সের গেম খেলা ভালো হবে।

মোবাইল ফোনটি কিনা ঠিক হবে?

যদি আপনার বাজেট থেকে থাকে ১৩ হাজার টাকা তাহলে স্মার্টফোনটি ভালো হবে। তারও সঙ্গে গেমিং সহ আরো বাকি সবকিছু ফিচার এখানে যুক্ত রয়েছে। সেই কারণে স্মার্টফোনটি যারা ক্রয় করতে চাচ্ছেন মোটামুটি ১৩ হাজারের বাজেটে তাদের জন্য হবে। তবে যারা শুধুমাত্র ক্যামেরার জন্য ক্রয় করতে চাচ্ছেন তারাও কিনতে পারেন। মন জয় করে ফেলবে আশা করছি আপনার স্মার্টফোনটি। নজর কারা স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে এভেলেবেল রয়েছে।

আপনি চাইলে স্মার্টফোনটি অনলাইন মাধ্যম দারাজ থেকেও ক্রয় করতে পারেন। তবে আমার মতে যেহেতু এটি বাজারে গিয়ে কেনা সম্ভব তাই অবশ্যই কিনবেন। কেননা বাজারে গিয়ে আপনি ফোনটি হাতে নিয়ে খুব ভালো করে দেখে নজর করে কিনতে পারবেন।

শেষ কথা: আজকের পোষ্টের মাঝে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের মাঝে মোবাইল ফোনটি সম্পর্কে ভালো সব ইনফরমেশন উপস্থাপন করবার। তবে আমি জানিনা কতটুকু আপনাদের ভালো লেগেছে পোস্ট। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের মতামত। তাছাড়া নতুন নতুন সকল আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের অনুরোধ করা হলো।