ফ্রিজের রাজা ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত | ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম

তীব্র এই গরমে খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এসব নষ্ট হওয়া থেকে খাবারকে রক্ষা করতে ফ্রিজের প্রয়োজনীয়তা অনেক বেশি। তাইতো আজকের এই আর্টিকেলে বাংলাদেশী পণ্যের মধ্যে ফ্রিজের রাজা ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত ও এর বিভিন্ন বিষয় নিয়ে হাজির হয়েছি। সেই সাথে ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম কত ও এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত থাকছে। এই সকল বিষয়ে জানতে আর্টিকেলে শেষ অবধি পর্যন্ত সঙ্গে থাকুন। তাহলে বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করা যাক।

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত 

আপনি নিশ্চই ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত তা জানার জন্য অনেক বেশি কৌতূহল। বর্তমানে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম মাত্র ৫১,০০০ টাকা। যাদের ফ্রিজ কেনার বাজেট মোটামুটি বেশি রয়েছে এবং ভালো মানের ফ্রিজ ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে ওয়াল্টন ফ্রিজ ১২ সেফটি ক্রয় করতে পারেন। সত্যি বলতে এই ফ্রিজের গুণগত মান এবং ডিজাইন অত্যন্ত ভালো। ওয়ালটন ফ্রিজের বিভিন্ন বিষয় নিয়ে আরো বিস্তারিত আর্টিকেলে থাকছে।

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি ডিজাইন

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি ডিজাইন

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি ডিজাইন আমার কাছে মোটামুটি ভাবে অত্যন্ত ভালো লেগেছে। এই ফ্রিজের ডিজাইনের কোয়ালিটি এবং কালার কোয়ালিটি এবং কম্বিনেশন সবকিছুই প্রায় অনেক ভালো। এছাড়া মূলকথা হচ্ছে ফ্রিজটিতে খাবার রাখলে খুব সহজে সতেজ থাকবে। তাই যারা সতেজ খাবার রাখার জন্য ভালো ফ্রিজ খুঁজছেন তারা সহজেই ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি ক্রয় করে নিতে পারেন। 

অন্যদিকে এই ফ্রিজের ভিতরের অংশে খুবই ভালো ডিজাইন করা হয়েছে। এছাড়া রয়েছে লাইটিং সিস্টেম এবং খাবার সতেজ রাখার জন্য সঠিক পরিমাণ তাপ এবং ঠান্ডার কম্বিনেশন একই সঙ্গে। এছাড়াও মাছ-মাংস কিংবা এই জাতীয় খাবারগুলো একদম জমাট বাঁধার জন্য এই ফ্রিজটি অত্যন্ত ভালো। তাই অবশ্যই ডিজাইনের দিক দিয়ে আমার মতে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি অনেক এগিয়ে থাকছে। 

এবং আপনারা চাইলে এই ফ্রিজ ক্রয় করতে পারেন যদি আপনার বাজেট থেকে তাকে ৫০ হাজার টাকার মধ্যে এবং ডিজাইন চান খুবই ভালো এবং অন্যান্য সকল ফিচারগুলোও খুবই ভালো হয়। কিন্তু তার আগে ওয়ালটন ফ্রিজ 12 সেফটি স্পেসিফিকেশন জেনে নিন তারপরে ফ্রিজটি কেনার কথা ভাবুন।

কেননা একটি ফ্রিজ কিংবা একটি ইলেকট্রিক প্রোডাক্ট কেনার পূর্বে সবার আগে সেই ইলেকট্রিক প্রোডাক্টের স্পেসিফিকেশন জানতে হয়। যদি কোন অংশে ঘাটতি মনে হয় সে ক্ষেত্রে পরবর্তীতে পৌছাতে পারেন। তাই পূর্বেই প্রোডাক্টের স্পেসিফিকেশন জেনে রাখা ভালো বলে আমি মনে করি। 

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি স্পেসিফিকেশন 

রেফ্রিজার ডাইরেক্ট কুলিং সিস্টেম রয়েছে যা খুবই ভালো। গ্রস ভলিউম হিসেবে রয়েছে ৩৮০ এবং নেট ভলিউম হচ্ছে ৩৬০ লিটার। রেটেড অপারেটিং ভলিউম এবং ফ্রিকোয়েন্সি ২২০ ভোল্ট থেকে ২৪০ ভোল্ট পর্যন্ত ওয়ালটন ফ্রিজ ১২ সেফটিতে। 

রেফ্রিজার কম্প্রেসার টাইপ হলো V 0401- RSCR, V 0501-BLDC, V 0601- RSCR, V 0701- RSCR, V 0702- RSCR, V 0703-RSCR, V 0801-BLDC, V 0802-BLDC। এই ফ্রিজে ম্যানুয়াল ডি ফ্রস্টিং রয়েছে এবং অন্যান্য সকল ফিচার অ্যাভেলেবেল রয়েছে। প্রায় মোটামুটি সকল স্পেসিফিকেশনগুলো মানানসই হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু আরও যদি বিস্তারিত জানতে চান স্পিসিফিকেশন সম্পর্কে তাহলে ওয়ালটন কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ঘুরে আসার আমন্ত্রণ রইল। 

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি রিভিউ

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত তা ইতিমধ্যে জেনে গিয়েছেন। এখন ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি রিভিউ করা যাক। ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি রেফ্রিজারেটরে ওয়ারেন্টি ফ্যাসালিটি আমার কাছে দারুন লেগেছে। মূলত দুই ধরনের ওয়ারেন্টি পাওয়া যাবে এই ফ্রিজটিতে। একটি রেসিডেন্সিয়াল ওয়ারেন্টি এবং দ্বিতীয়টি কমার্শিয়াল ওয়ারেন্টি। রেসিডেন্সিয়াল ওয়ারেন্টি হিসেবে যে সকল ফ্যাসিলিটি গুলো পেয়ে যাবেন সেগুলো হল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের।

কম্প্রেসর ওয়ারেন্টি হিসেবে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটিতে পেয়ে যাবেন 12 বছরের ওয়ারেন্টি। দরজার ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়ালটন ফ্রিজ ১২ সেফটিতে তিন বছরের। এবং এই ফ্রিজটিতে সার্ভিস ওয়ারেন্টি হিসেবে পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। 

ওয়ালটন কোম্পানির প্রতিটি ফ্রিজেই আমরা এই ধরনের রেসিডেন্সিয়াল ব্যবহারের ক্ষেত্রে সুযোগ সুবিধা বা এই ধরনের ওয়ারেন্টি গুলো দেখতে পাই। আসলেই বলতেই হবে ওয়ালটন ফ্রিজ 12 সেফটিতে আমরা খুবই ভালো মানের সুযোগ-সুবিধা পেয়ে যাচ্ছি কেনার পরবর্তী সময়েও। 

অন্যদিকে যারা কমার্শিয়াল ব্যবহার করার জন্য এই ফ্রিজটি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এখন চলুন ওয়ারেন্টি ফ্যাসিলিটি গুলো জেনে নিব। যারা কমার্শিয়ালি এই ফ্রিজটি ব্যবহার করার জন্য নিতে চাচ্ছেন তারা মূলত কোন ধরনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন না এটা খুব খারাপ লাগলো। কিন্তু বাকি সবকিছু ঠিক একই রকম তাও কিন্তু নয়। 

অর্থাৎ আপনি যদি কমার্শিয়াল ব্যবহার করার জন্য এই পৃষ্ঠী ক্রয় করেন সেক্ষেত্রে আপনার জন্য অন্য ধরনের ওয়ারেন্টি ফ্যাসিলিটি রয়েছে চলুন জেনে নিব। ওয়ালটন ফ্রিজ ১২ সেফটিতে মেন পার্টস ওয়ারেন্টি পাবেন চার বছরের, সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছরের। দরজার ওয়ারেন্টি পাবেন এক বছরের। অর্থাৎ বলতে গেলে মোটামুটি ভাবে কমার্শিয়াল ব্যবহারের জন্য সৃষ্টি খুবই উপযোগী হতে পারে। 

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম কত 

ইতিমধ্যে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত তা জেনে ফেলেছেন। এরপরে ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম কত তা জানার জন্য নিশ্চই অনেক বেশি আগ্রহী। বর্তমানে ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম মাত্র ৫০,০০০ টাকা। ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি বর্তমান সময়ের সবচেয়ে বেশি জনপ্রিয় ফ্রিজ এবং দেশের অধিকাংশ মানুষ এই ফ্রিজ ক্রয় করতে চায়। আপনিও চাইলে ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি ক্রয় করতে পারেন। ভালো মানের নিরাপত্তা সুরক্ষা ব্যবস্থা এবং ওয়ারেন্টি সিস্টেম রয়েছে এই ফ্রিজটিতে। 

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি ডিজাইন 

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি ডিজাইন 

ওয়ালটন কোম্পানির ৮ সেফটি ফ্রিজের ডিজাইন কোয়ালিটি ও প্রিমিয়াম এবং অত্যন্ত দুর্দান্ত। ঠিক একইভাবে এই ফ্রিষ্টীয় অত্যন্ত ভালো ডিজাইন করা হয়েছে বলে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ফ্রিজটি কিনতে পছন্দ করে। তাই ডিজাইনের দিক দিয়ে কোন ধরনের ঘাটতি আমরা খুঁজে পাচ্ছি না বলে অবশ্যই বলতে হবে ওয়ালটন ফ্রিজ আর্ট সেফটি অত্যন্ত ভালো ডিজাইন দ্বারা নির্মিত করেছে কোম্পানিটি। 

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি স্পেসিফিকেশন 

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটিতে আপনারা পাবেন ডাইরেক্ট কুলিং সিস্টেম। এর ফলে এই বৃষ্টিতে খাবার রাখলে অত্যন্ত ভালোভাবে সতেজ রাখা যাবে। এবং এই ফ্রিজের খাবার অবশ্যই অত্যন্ত ভালো হবে। ধরুন আপনি আজকে খাবার রাখছেন চাইলে ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি থেকে আপনি কিছুদিন পরে আবার খাবারটি বের করে খেতে পারবেন। সুতরাং এই ফ্রিজে খাবার যদি রাখা হয় তাহলে অবশ্যই ভালো থাকবে। 

এছাড়া মাছ-মাংস সবজি এবং প্রত্যেকটি জিনিস খাদ্যদ্রব্য এই ফ্রিজে রাখলে কোন ধরনের সমস্যা হবে না আশা করছি। এই ফ্রিজের গ্রোস ভলিউম ৩৮০ লিটার এবং নেট ভলিউম ৩৬৫ লিটার রয়েছে বলে জানা গেছে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। বৃষ্টিতে বাকি সবকিছু ঠিক রয়েছে এবং এটি অত্যন্ত ভালো একটি ফ্রিজ যা আমি মনে করছি।

সবকিছু বিবেচনায় ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি ডিজাইন আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এছাড়াও এই ফ্রিজের স্পেসিফিকেশনগুলো আমার কাছে অত্যন্ত দারুন লেগেছে। বলতে পারেন দাম অনুযায়ী খুবই ভালো একটি প্রিমিয়াম কোয়ালিটির ফ্রিজ বানাতে সক্ষম হয়েছে ওয়ালটন। 

Also Read:

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি রিভিউ 

Walton ফ্রিজ আট সেফটি বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের অত্যন্ত জনপ্রিয় একটি ফ্রিজ তা আমি আগেও বলেছি। এই ফ্রিজের ডিজাইন অনেক ভালো এই ফ্রিজের সকল পার্টস এবং স্পেসিফিকেশন ভালো। এছাড়া সাপোর্ট সিস্টেম অত্যন্ত ভালো রয়েছে ওয়ালটন কোম্পানির। যে কোন সমস্যা হলে টেকনিক্যাল সাপোর্ট দিতে বাধ্য থাকবে ওয়ালটন কোম্পানি।

ওয়ারেন্টি ফ্যাসালিটি:

Residential Use:

  • Replacement Guarantee: 1 Year (Condition Apply)
  • Main Parts (Compressor): 12 Years
  • Door: 3 Years *
  • Spare Parts: 4 Years *
  • After Sales Service: 5 Years *

Commercial Use:

  • Main Parts (Compressor): 4 Years
  • Door: 1 Year *
  • Spare Parts: 2 Years *
  • After Sales Service: 2 Years *

সর্বশেষঃ উপরের আলোচিত বিষয়ের মাধ্যমে এতক্ষণে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত এবং ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি দাম কত এ সকল বিষয়ে জানার পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন। উক্ত আলোচিত কোন বিষয়ে যদি আপনাদের কোন ধরনের মতামত অথবা জানার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।।