ব্যাংক এশিয়া একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে জেনে নিন

ব্যাংক এশিয়ার একাউন্ট করার পর অনেকে ব্যাংক এশিয়া একাউন্ট চেক করা নিয়ে ঝামেলায় পড়ে যায়। মূলত যারা নতুন ব্যাংক একাউন্ট ব্যবহার করা শুরু করে তারাই এই সমস্যার সম্মুখীন হয়। আর সেই সকল ব্যবহারকারী যেন ব্যাংক এশিয়া একাউন্ট ব্যালেন্স চেক করা নিয়ে সমস্যায় না পড়ে তা নিয়ে আজকের এই আর্টিকেলটি। তাই ব্যাংক এশিয়া একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে হলে আর্টিকেলের শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে।

ব্যাংক এশিয়া একাউন্ট চেক

সাধারণত ব্যাংক এশিয়া একাউন্ট চেক করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। যেমন – ব্যাংকে গিয়ে সরাসরি চেক করা, অফিসিয়াল অ্যাপসের সাহায্যে চেক করা, এসএসএস এর মাধ্যমে চেক করা ও ব্যাংক এশিয়া ওয়েবসাইটের সাহায্যে চেক করা। এখান থেকে আপনাদের সুবিধামত যেকোন একটি পদ্ধতির মাধ্যমে সহজে ব্যাংক এশিয়া একাউন্ট ব্যালেন্স চেক করে নিতে পারবেন। ব্যাংক এশিয়া একাউন্ট চেক করার নিয়ম হিসেবে যতগুলো পদ্ধতি রয়েছে সবগুলো পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক।

অ্যাপসের মাধ্যমে একাউন্ট চেক

ব্যাংক এশিয়ার নিজস্ব একটি অফিসিয়াল মোবাইল অ্যাপস রয়েছে। যেটার মাধ্যমে তারা তাদের গ্রাহকদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে থাকে আর এর একটি সুবিধা হল আপনি ইচ্ছে করলে আপনার একাউন্টের ব্যালেন্স এই অ্যাপসের মাধ্যমে চেক করে নিতে পারবেন ঘরে বসেই খুব সহজে

আর তাদের অ্যাসটির নাম হলব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপ অথবা Bank Asia SMART app  এই  অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর এর মধ্যে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন 

ডাউনলোড করার কাজটি সম্পন্ন করা হয়ে গেলে আপনাকে মোবাইল অ্যাপসটি আপনার ফোনে ইন্সটল করতে হবে এবং তারপরে এটার ভিতরে প্রবেশ করে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ প্রবেশ করার পরে আপনার সামনে যে পেজটি আসবে তার নিচে দেখে লেখা দেখবেন রেজিস্ট্রেশন  নামে একটি অপশন রয়েছে আপনাকে মূলত সেখানে ক্লিক করতে হবে, তাহলেই হবে

অ্যাপসটির মধ্যে রেজিস্ট্রেশন করার পরে আপনি একটি  ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন যেটা ব্যবহার করে আপনি পরবর্তীতে অ্যাপস এর মধ্যে লগইন করবেন একটা বিষয় অবশ্যই মনে রাখবেন আপনার মোবাইল ফোনটি যদি চেঞ্জ করেন অর্থাৎ যে মোবাইল ফোনটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেটি যদি কোন কারণে হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় অথবা আপনি মোবাইলটি চেঞ্জ করেন তবে অবশ্যই আপনাকে প্রথম থেকে নতুন করে আবার রেজিস্ট্রেশন করার কাজ সম্পন্ন করতে হবে 

লগইন করার কাজ কি সম্পন্ন হয়ে গেলে আপনার সামনে যে পেজটি ওপেন হবে সেখান থেকে আপনি আপনার কাঙ্খিত অপশনটি দেখতে পারবেন এখানে “A/C Balance” নামে একটি অপশন দেখতে পাবেন এবং সেখান থেকে আপনি মূলত আপনার একাউন্টের ব্যালেন্স কত রয়েছে সেটি চেক করে নিতে পারবেন

ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে একাউন্ট চেক 

আপনি যদি ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনার ব্যাংক এশিয়া একাউন্ট চেক করতে চান, সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে ব্যাংক এশিয়ার ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করার কাজটি সম্পন্ন করতে হবে 

রেজিস্ট্রেশন করার কাজ সম্পন্ন হয়ে গেলে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট এর মধ্যে লগইন করবেন এবং তারপরে আপনি প্রথমবারের মতো আপনার একাউন্টের যে ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটি চেঞ্জ করে নতুন একটি পাসওয়ার্ড সেট করে নেবেন

নতুন করে পাসওয়ার্ডটি সেভ করার পরে আপনার সামনে নতুন একটি ড্যাসবোর্ড ওপেন হবে সেখান থেকে আপনি আপনার একাউন্টের ব্যালেন্স খুব সহজে চেক করে নিতে পারবেন 

এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে একাউন্ট চেক

আপনার কাছে যদি ইন্টারনেট এক্সপ্রেস না থাকে অথবা আপনি যদি ইন্টারনেটের মাধ্যমে চেক করা ঝামেলা মনে করেন, তাহলে সবথেকে ভালো একটি উপায় হল ব্যাংক এশিয়ার যে এসএমএস ব্যাংকিং সেবাটি রয়েছে সেটির মাধ্যমে আপনার একাউন্টের ব্যালেন্সটি চেক করা 

ব্যাংক একাউন্ট খোলার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি দিয়েই আপনাকে একাউন্টের ব্যালেন্স চেক করতে হবে। অন্য কোন নাম্বার দিয়ে চেক করার চেষ্টা করলে তা কোন কাজ হবে না। এসএমএস এর মাধ্যমে চেক করার জন্য সবার প্রথমে আপনাকে মোবাইল ফোনের এসএমএস অপশনে যেতে হবে 

এসএমএস অপশন  থেকে আপনাকে অবশ্যই টাইপ করা লাগবে ACC {PIN Code} {Source A/C} [Optional e-mail] [Optional starting tran. date] [Optional ending trans. date]  এই লেখাটি লেখার পরে আপনাকে এই 6969 নাম্বারে মেসেজটি সেন্ড করে দিতে হবে তাহলেই হবে 

{PIN Code}আপনার একাউন্টের একটা পিন কোড থাকবে যেটা আপনি আপনার এসএমএস ব্যাংকিংয়ের বিপরীতে ব্যাংক থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে, যা PIN Code লেখা জায়গাটিতে বসিয়ে দিতে হবে 

{Source A/C}: এই জায়গায় আপনি আপনার একাউন্টের নাম্বারটি সঠিকভাবে দেখে শুনে বসিয়ে দিবেন 

[Optional e-mail]আপনার যদি ইমেইল এড্রেস থাকে তবে এটি এখানে বসিয়ে দেবেন, আর যদি না থাকে কোন সমস্যা নেই এটি মূলত অপশনাল থাকলে দিবেন না থাকলে দিবেন না কোন রকমের সমস্যা হবে না তাতে আশা করি বুঝেছেন 

[Optional starting tran. date]: আপনার ট্রানজেক্সনের শুরুর তার একটি এখানে লিখতে পারেন আর যদি না লিখতে চান তাহলে কোন সমস্যা হবে না 

[Optional ending trans. date]: আপনার সর্বশেষ ট্রানজেকশন করার তারিখটি এখানে লিখতে পারেন না দেখতে চাইলেও কোন রকমের প্রবলেম নেই

Also Read:

সরাসরি ব্যাংকে গিয়ে একাউন্ট চেক

আপনাদের কাছে যদি উপরের দেয়া সবগুলো নিয়ম ঝামেলা মনে হয় তাহলে আপনারা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে সরাসরি একাউন্ট ব্যালেন্স চেক করে নিতে পারবেন। এক্ষেত্রে আপনার ব্যাংক একাউন্ট নাম্বারটি অবশ্যই জানা থাকা লাগবে। আপনার ব্যাংক একাউন্ট নাম্বারটি যদি ব্যাংক ম্যানেজারকে অবগত করেন তাহলে ব্যাংক ম্যানেজার একাউন্ট চেক করে আপনাকে একাউন্টের টাকার পরিমাণ জানিয়ে দেবে।

সর্বশেষঃ আলোচিত আর্টিকেলের সাহায্যে ব্যাংক এশিয়া একাউন্ট চেক করার নিয়ম সম্পর্কে নিশ্চই বিস্তারিত জানতে পেরেছেন এবং সেই সাথে ব্যাংক এশিয়া একাউন্ট চেক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবগত হতে পেরেছেন। এ ধরনের ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।।