সর্বকালের সেরা ফুটবলার কে / পৃথিবীর সেরা ফুটবলার কে

বর্তমানে বিশ্বে সবার মধ্যে একই চিন্তা ধারণা সর্বকালের সেরা ফুটবলার কে? এ বিষয়টি নিয়ে পৃথিবী মানুষের মধ্যে মাঝে মাঝেই তৈরি হয় তর্ক-বিতর্ক। তবে তর্ক বিতর্ক করে লাভ নেই কেননা খেলোয়াড়ের খেলার উপর ভিত্তি করে সে সর্বকালের শ্রেষ্ঠ খেলোয়াড় হতে পারে। পৃথিবীর সেরা ফুটবলার কে তাতো নির্ধারণ করবে অবশ্যই একজন খেলোয়াড়ের খেলা। সে কিভাবে খেলছে এবং সে খেলার মধ্যে কতটুকু মনোযোগ দিচ্ছে। এছাড়া একজন খেলোয়াড় তার জীবনে কতটি গোল করেছে কতটি টুর্নামেন্ট খেলেছে তার উপর ভিত্তি করে শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়া যায়। আজকের পোষ্টের মধ্যে জানতে পারবেন সেরা ফুটবলার কে

সর্বকালের সেরা ফুটবলার কে

আসুন আজকের তালিকাতে আমরা কিছু সেরা ফুটবলার সম্পর্কে জেনে নিবো। বিশ্ব যখন তর্ক বিতর্কে লিপ্ত তখনই আমাদের ওয়েবসাইট আপনাদের জন্য নিয়ে এলো সর্বকালের সেরা ফুটবলার তালিকা। আমরা নিচে সেরা কয়েকটি প্লেয়ারের তালিকা দিয়েছি। এই তালিকাগুলো লক্ষ্য করলে আপনি অবশ্যই উপকৃত হবেন। তাছাড়া জেনে যাবেন সর্বকালের সেরা ফুটবলার কে ২০২২

আরো পড়ুনঃ বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন কোন দেশ খেলবে

বিশ্বের সেরা ১০ জন ফুটবলার ২০২২

নিচে আমরা খেলোয়ারদের তালিকা উল্লেখ করেছি –

  •  পেলে
  •  লিওনেল মেসি
  •  ডিয়েগো মারাদোনা
  •  জোহান ক্রুইফ
  •  জিনেদিন জিদান
  •  ফ্রাঞ্জ বেকেনবাউয়ার
  •  ক্রিস্টিয়ানো রোনালদো
  •  আলফ্রেডো ডি স্টেফানো
  •  মাইকেল প্লাতিনি
  •  জাভি হার্নান্দেজ

সর্বকালের সেরা ফুটবলার কে ২০২২

বিশ্বের অন্যতম সবচাইতে প্রধান প্লেয়ার হচ্ছেন পেলে। ৪৭ পয়েন্টের সাথে ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বসেরা এবং শ্রেষ্ঠ ফুটবলার পেলে। এডসন আরানতেস দো নাসিমেন্তো, বিশ্বজুড়ে তার আদুরে নাম পেলে। অসংখ্যবার তিনি পেয়েছেন বিশ্বকাপ। জানলে অবাক হবেন তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান একজন ফুটবলার। জিতেছেন তিনি বিশ্বকাপে তিনটি কাপ এই ব্রাজিলিয়ানকে সর্বকালের সেরা ফুটবলার মানেন বোদ্ধারাও। পেশাদার ক্লাব ফুটবলে ম্যাক্সিমাম গোলের রেকর্ডটিও পেলেরই। ক্যারিয়ারে পেলের রয়েছে ১২৭৯ গোল।

২০২২ সালের বিশ্বকাপে লিওলেন মেসি তার সর্বশেষ বিশ্বকাপ খেলবে। এর জন্য মূলত দর্শকেরা অসংখ্যভাবে অপেক্ষা করছেন। আর মাত্র কিছুদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অসাধারণ বিশ্বকাপ। তেলের মতন ঠিক একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানও গ্রহণ করেছেন লিওনেল মেসি। অর্থাৎ লিওলেন মেসিও ৪৭ পয়েন্টে রয়েছে। তবে তিনি ব্রাজিলিয়ান একজন পেশাদার ফুটবলার।

জোহান ক্রুইফ: ফুটবল ইতিহাসে সেরা এক সেরা ফুটবলার। ১৯৭১,১৯৭৩ ও ১৯৭৪ সালে সর্বমোট তিনবার তিনি ইউরোপ সর্বসেরা ফুটবলার ব্যালন ডি অর এ ভূষিত হন । রাইনাস মিশেলকে সাথে নিয়ে উনি টোটাল ফুটবল দর্শনের প্রারম্ভ করেন।সর্বকালের সর্বসেরা ফুটবলারদের তালিকায় তার নামটি বহুলভাবে উচ্চারিত হয়। তার পয়েন্টের পরিমান ৪০।

এরপরে অবস্থান করছেন বিশ্বের অন্যতম ফুটবলার এবং লিওনেল মেসির দলেরই একজন প্রধান তারকা। ডিয়েগো ম্যারাডোনা। আর তিনি মূলত তাদের থেকে ২ কমে রয়েছে।

জিনেদিন জিদান ৪৪ পয়েন্ট এর সঙ্গে অবস্থান করছেন চতুর্থ জায়গায়। তারও ঠিক একই মর্যাদা রয়েছে পেশাদার ফুটবলার হিসেবে বিশ্বে। বই বিশ্বে অন্যতম প্লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত হয় তিনি অনেক খ্যাতি নাম অর্জন করেছেন।

জার্মানের সেরা সেরা খেলোয়াড় ফ্রাঞ্জ বেকেনবাউয়ার আছেন ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বসেরা ১০ জনের তালিকায়। জিদানের সমান সংখ্যক পয়েন্ট, ৪৪ পয়েন্ট নিয়ে তিনি আছেন পঞ্চম স্থানে।

ক্রিস্টিয়ানো রোনালদো: ক্রিস্টিয়ানো রোনালদোও উঠে এসেছেন সর্বকালের সেরাদের তালিকা। সর্বসেরা ১০ জনের মধ্যে তার অবস্থান ষষ্ঠ। তার পয়েন্টের পরিমান জিদান-ফ্রাঞ্জর সমানই ৪৪। তিনি কিন্তু বর্তমানে সবচাইতে সুপারিট একজন ফুটবলার। পাশাপাশি ফুটবলারদের মধ্যে সর্ব সেরা কোটিপতি অবস্থান গ্রহণ করছেন তিনি।

আলফ্রেডো ডি স্টেফানো: সর্বকালের সর্বসেরা ফুটবলারদের একজন তিনি। কিন্তু দুঃখ পিতা সংবাদ হলো ইতিহাসের অন্যতম সর্বসেরা ফুটবলার হয়েও দুর্ভাগ্যজনকভাবে ডি স্টিফানোর বিশ্বকাপ ফুটবল খেলা-ধুলা হয়নি। তার পয়েন্টের পরিমান ৪১।

মাইকেল প্লাতিনি: মাইকেল প্লাতিনি, ফ্রান্সের সর্বকালের সর্বসেরা খেলোয়াড় তো বটেই, দেশ-কাল নির্বিশেষে সর্বকালের সেরাদেরই তিনি একজন। ৪০ পয়েন্ট নিয়ে সর্বকালের সেরাদের তালিকায় তার অবস্থান নবম। নবম অবস্থানে থাকলেও তিনিও কিন্তু খুব ভালো ফুটবল খেলেন।

জাভি হার্নান্দেজ: সর্বকালের সেরাদের তালিকায় জাভি হার্নান্দেজের অবস্থান ১০। স্পেনিশ এ ফুটবলার বিদায় নিয়েছেন বেশ কয়েকদিন আগে। ৩৮ পয়েন্ট নিয়ে তিনি আছেন পেলে-মেসি-ম্যারাডোনাদের সাথে।

বর্তমানে সর্বকালের সেরা ফুটবলার কে

আমাদের মাঝে এখনো অনেকে রয়েছে যারা মূলত বিশ্বের অন্যান্য ফুটবলারদেরকে চিনি না। শুধুমাত্র নেইমার, মেসি এবং রোনালদো বাদে বিশ্বের অনেকেই কিন্তু এইসব প্লেয়ারকে চেনে না। তবে এইসব প্লেয়ার যে কত ভালো খেলতে পারে তা কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন। বলা যেতে পারে রোনালদোর কথা। যে কিনা বিশ্ব ইতিহাসে অন্যতম একজন কোটিপতি ফুটবলার। তার বর্তমানে প্রচুর সম্পত্তি রয়েছে।

বর্তমানে ফুটবল খেলেও অনেকে কিন্তু কোটি কোটি অর্থ সম্পদের মালিক। এ নিয়ে অতি শীঘ্রই এই ওয়েবসাইটের মাঝে পোস্ট আসবে।