সিঙ্গাপুর ভিসা কত টাকা 2023 | সিঙ্গাপুর ভিসা প্রসেসিং ও চেকিং পদ্ধতি

সিঙ্গাপুরে যেতে হলে জানতে হবে অবশ্যই সিঙ্গাপুর ভিসা কত টাকা। আর সিঙ্গাপুরের বিষয়ে অবশ্য আপনাকে আবেদন করার নিয়মটাও জেনে নিতে হবে। তাছাড়া যদি আপনি কাজের জন্য সিঙ্গাপুরে যেতে চান সে ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম রয়েছে অবশ্যই। তাহলে চলুন সিঙ্গাপুর ভিসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করি। 

সিঙ্গাপুর ভিসা ২০২৩

আপনি যদি সিঙ্গাপুর যেতে ইচ্ছুক হয়ে থাকেন তার জন্যই জানতে চাচ্ছেন সিঙ্গাপুর ভিসা কত টাকা। কিন্তু আপনাকে সিঙ্গাপুর ভিসা সম্পর্কে আগের কিছু তথ্য জানতে হবে। সিঙ্গাপুরের ভিসা করতে চাইলে সবার আগে সিঙ্গাপুরে একজন মানুষ আপনার থাকতে হবে। তার কাছ থেকে আপনাকে একটা রেফারেন্স দিতে হবে। অর্থাৎ সিঙ্গাপুর থেকে কোন ব্যক্তি যদি আপনাকে কাজের নিমন্ত্রণ করে, তাহলে আপনি সিঙ্গাপুরে যেতে পারবেন।

এর জন্য পূর্বে আপনাকে কাজ করতে হবে। আমার একটা কাজ করতে হবে যাতে করে সেই ব্যক্তি আপনাকে রেফারেন্সটাই উক্ত ভিসা কোম্পানির কাছে। এর ফলেই আপনি মূলত সিঙ্গাপুরে যেতে চাইলে ভিসা পেতে পারেন। আর কেউ যদি আপনাকে রেফারেন্স না দেয় তাহলে আপনি ভিসা পাবেন না। তাহলে আপনাকে অন্য রকম ভাবে একটি টুরিস্ট ভিসা তৈরি করতে হবে। চিন্তা করে যাওয়ার জন্য বেশ কিছু ভিসার ধরন রয়েছে অবশ্যই।

সিঙ্গাপুর ভিসা করার সময় সকল প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দিষ্ট সময় দিতে হবে। অর্থাৎ আপনি কতবছর সিঙ্গাপুরে অবস্থান করবেন, সেই তারিখ মাস ও সাল দিতে হবে। বিশেষ সতর্কতা, আপনার যদি সিঙ্গাপুরে কোন নিকটাত্মীয় না থাকে। তাহলে কখনো সিঙ্গাপুরে যেতে পারবেন না। সিঙ্গাপুরে যাওয়ার জন্য আপনার আমন্ত্রণ পত্র অনেক জরুরী। এই কারণে আপনি কোন প্রতারণার শিকার হবে না। অনেকে বিভিন্ন প্রকারের প্রলোভন দেখিয়ে আপনার থেকে টাকা হাতিয়ে নেবে। এ বিষয়ে আপনি সম্পূর্ণ সতর্ক থাকবেন ।

মালয়েশিয়া ভিসার দাম ও আবেদন পদ্ধতি

সিঙ্গাপুর ভিসা কত টাকা

বর্তমানে সিঙ্গাপুর ভিসার ফী সার্ভিস চার্জ সহ ৩১৫০ টাকা। এছাড়া অনেকে কাজের জন্য সিঙ্গাপুর যেতে চায়। কিন্তু কাজের জন্য সিঙ্গাপুর যেতে হলে কত টাকা লাগতে পারে তা জানেন না। সরকারি অ্যাজেন্টের সাহায্যে আপনি যদি সিঙ্গাপুর যেতে চান সেক্ষেত্রে আপনাকে ৩ থেকে ৫ টাকা খরচ করতে হবে।

বিশেষ করে কি ধরনের স্কিল নিয়ে সিঙ্গাপুরে কাজের জন্য যেতে চান তা অনেকটা এসব স্কিল এবং কাজের উপর নির্ভর করে আপনার সিঙ্গাপুর যাওয়ার খরচ নির্ভর করতে পারে।

ইতালি ভিসা খরচ এবং ভিসা প্রসেসিং তথ্য

সিঙ্গাপুর ভিসা প্রসেসিং

বেশ কিছু জায়গায় আপনি চাইলে সিঙ্গাপুর ভিসা প্রসেসিং করতে পারবেন। এর মধ্যে রয়েছে রাজধানী ঢাকায় বেশ কিছু স্থান। আর এসব স্থানে গিয়ে আপনি চাইলে সিঙ্গাপুর ভিসা অনলাইনে আবেদন করতে পারবেন। চলুন আপনাদের সামনে আমরা খুব সহজেই আবেদন নিয়ম জানিয়ে দিচ্ছি। তাছাড়া এদের কাছে গেলে এত কিছু আপত্তি করতেই হবে না। অনায়াসে তারা খুব সহজে আপনাকে আবেদন করে দিবে।

আবেদন পদ্ধতিঃ

  • ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সিঙ্গাপুরে আগমনের তারিখ থেকে কমপক্ষে ছয় মাসের বৈধতা সহ বৈধ পাসপোর্ট।
  • আবেদনপত্রের 1 সেট, যথাযথভাবে সম্পূর্ণ (ফর্ম 14A)
  • সিঙ্গাপুরের একটি স্থানীয় কোন ব্যাক্তি/প্রতিষ্ঠান দ্বারা ইস্যু করা পরিচিতি পত্র (LOI- Letter of Introduction): সামাজিক ভিজিটরের জন্য, যেকোনো সিঙ্গাপুরের নাগরিক বা সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা, যার বয়স কমপক্ষে 21 বছর, স্থানীয় পরিচিতি হিসেবে কাজ করতে পারে। ব্যবসায়িক ভিজিটরের জন্য, একটি সিঙ্গাপুর নিবন্ধিত কোম্পানি/সংস্থা স্থানীয় পরিচিতি হিসেবে কাজ করতে পারে। LOI অবশ্যই একজন সিঙ্গাপুরের নাগরিক বা সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা দ্বারা স্বাক্ষরিত হতে হবে, যার বয়স কমপক্ষে 21 বছর হতে হবে।
  • একটি সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি লাগবে। ছবিটি অবশ্যই গত ৩ মাসের মধ্যে তুলতে হবে। ফটোগ্রাফ রঙিন হওয়া জরুরী। একটি ম্যাট বা আধা-ম্যাট ফিনিশ সহ একটি সাদা ব্যাকগ্রাউন্ডের বিপরীতে তোলা অত্যাবশ্যক। ছবিতে অবশ্যই সম্পূর্ণ মুখ এবং হেডগিয়ার ছাড়াই দেখাতে হবে। মুখের চিত্রটি চিবুক থেকে মুকুট পর্যন্ত 25 মিমি এবং 35 মিমি হতে হবে। আবেদনকারীর পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠার ফটোকপি।

পাসপোর্ট চেক করার নিয়ম, আবেদন পদ্ধতি ও খরচ

সিঙ্গাপুর ভিসা চেক

সিঙ্গাপুর ভিসা চেক করার জন্য আপনাকে কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে। অনুসরণ করলে আপনি সহজেই আপনার সিঙ্গাপুর ভিসা চেক করতে পারেন।

  • প্রথমে ভিজিট করুন https://www.mom.gov.sg/check-wp
  • তারপরে agree বাটনে চাপ দিন।
  • বাম পাশের Enquire তে ক্লিক করুন। এরপর, লাল বক্সে চিহ্নিত Work Permit (WP) Validity/ Application Status/ Salary (Approved and Valid WP) তে ‍ক্লিক করুন।
  • এরপরে লাল বক্সে চিহ্নিত Passport No অপশনের পাশে রেডিও বাটনটি সিলেক্ট করুন।
  • বক্সে আপনার পাসপোর্ট নম্বরটি ও তার নিচে আপনার পুরো নাম ইংরেজিতে (Capital Letter) লিখুন যেভাবে পাসপোর্টে আছে। তারপর ডান পাশে নিচে Next বাটনে ক্লিক করুন।
  • অবশেষে আপনার ওয়ার্ক পারমিট নম্বর ও আবেদনের তারিখ দিয়ে যাচাই করতে হবে।

প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নেওয়ার নিয়ম

বাংলাদেশে সিঙ্গাপুর ভিসা এজেন্টদের লিস্ট 

ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক, বনানী টেলিফোন:

  • +880 9821820
  • +880 9863340
  • +880 9863341
  • +880 9863343

আন্তর্জাতিক ভ্রমণ কর্পোরেশন, গুলশান টেলিফোন:

  • +880 988547980
  • +880 9862788
  • +880 9850940
  • +880 9855647
  • +880 9842645

লেক্সাস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বাংলামোটর টেলিফোন:

  • +880 8613184
  • +880 8613126
  • +880 963275052

নভোএয়ার লিমিটেড, বনানী টেলিফোন:

  • +880 55042385
  • +88 01978443717 (হটলাইন)

পার্কওয়ে হসপিটালস সিঙ্গাপুর প্রাইভেট লিঃ গুলশান টেলিফোন:

  • +880 9850422
  • +88 01736000000 (24 ঘন্টা হেল্প লাইন)

রিজেন্সি ট্রাভেলস লিমিটেড, বনানী টেলিফোন:

  • +880 9821982
  • +880 9888270
  • +880 9848057 
  • +88 01720961740 (উত্তরা টেলিফোন)

সাইমন ওভারসিজ, গুলশান টেলিফোন:

  • +880 988227374
  • +880 9881408
  • +880 988530708 ext 124

সিল্কওয়েজ কার্গো সার্ভিসেস লিমিটেড, গুলশান টেলিফোন:

  • +880 9888211-20 ext 130, 131

ইউনিয়ন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড, গুলশান টেলিফোন:

  • +880 9854566-77 ext 429

ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মতিঝিল টেলিফোন:

  • +880 7113703
  • +880 7118695
  • +880 7122343
  • +880 8837344 (গুলশান টেলিফোন)

ভিক্টরি ট্রাভেলস লিমিটেড, মতিঝিল টেলিফোন:

  • +880 9550916
  • +880 9556129
  • +880 9561471
  • +880 9562397
  • +880 9820146 (বনানী টেলিফোন)
  • +880 9820193 (বনানী টেলিফোন)
  • +880 9820179 (বনানী টেলিফোন)

মেডিকনসাল্ট লিমিটেড, গুলশান টেলিফোন:

  • +88 029892828
  • +88 029840033

ট্যালন কর্পোরেশন লিমিটেড, গুলশান টেলিফোন:

  • +880 9894028
  • +880 9896909

সর্বশেষঃ আশা করি, এতক্ষণে বুঝে গেছেন সিঙ্গাপুর ভিসা করার নিয়ম। ভিসা করা শেষে ফ্লাইটের টিকিট কেটে ফ্লাইটে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে পারবেন। কোন বিষয়ে জানার থাকলে অথবা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।।