জনপ্রিয় সুকান্ত ভট্টাচার্য কবিতা, জীবনী ও pdf বই

বাংলা সাহিত্যের জগতে কম বয়সে যোগ্য কবির খ্যাতি লাভ করেন সুকান্ত ভট্টাচার্য। এজন্য তিনি কিশোর কবি নামে সমধিক পরিচিত হন। মাত্র ২১ বছরের জীবনে তিনি বাংলা সাহিত্যের অসামান্য অবদান রেখে গেছেন। তার লেখা কবিতা তাকে বাংলা সাহিত্যের এক উঁচু জায়গায় স্থান করে দিয়েছে। সুকান্ত ভট্টাচার্য ছিলেন প্রগতিশীল চেতনার অধিকারী এবং মার্কসবাদী ব্যবস্থার অনুসারী। আঠারো বছর বয়স ও রানার তার লেখা জনপ্রিয় দুটি কবিতা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণিতে বাংলা সাহিত্য অংশে আমরা কম বেশি এই দুটি কবিতা পড়েছি।

সুকান্ত ভট্টাচার্যকে নিঃসন্দেহে বলা যায়, তিনি ছিলেন একজন বিস্ময়কর ও সাহিত্যমনা বালক। তার বয়স এমনিতেই কম ছিলো, তার উপর ছোটবেলা থেকেই কবিতা লেখার চর্চা করতেন। তার লেখা গল্প স্কুলে দেওয়াল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এছাড়া তিনি স্কুল জীবনের চলাকালীন সময় যেসব কবিতা লিখতেন তা বিভিন্ন মাসিক পত্রিকায় প্রকাশ পেতে থাকে। এই প্রতিভাধর কবির সম্পর্কে চলুন জেনে নেই নানা রকম জানা-অজানা তথ্য।

সুকান্ত ভট্টাচার্য জীবনী

কবি সুকান্ত ভট্টাচার্য ১৫ই আগস্ট ১৯২৬ সালে কলকাতার কালীঘাট নামকস্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নিবারণ ভট্টাচার্য ও মাতার নাম সুনীতি দেবী। যদিও তাঁর পৈতৃক নিবাস বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামে।

“সাবাস বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়-
জ্বলে পুড়ে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।”

এই লাইনগুলি আমাদের অত্যন্ত সুপরিচিত। আপনি জেনে অবাক হবেন যে, এই কবিতার অংশটুকু লিখেছেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য।

সুকান্ত ভট্টাচার্য কৈশোর থেকেই রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম ধরেছিলেন। তিনি কিশোর বয়সেই রাজনীতির সাথে যুক্ত হন এবং ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। এছাড়া তিনি আকাল নামের একটি গ্রন্থ সম্পাদনা করেছিলেন।

অবাক করা বিষয় হচ্ছে যে, ভারতীয় কমিউনিস্ট পার্টির দৈনিক পত্রিকা দৈনিক স্বাধীনতার কিশোর সভা বিভাগের সম্পাদনার কাজ করতেন। অথচ সুকান্ত ভট্টাচার্যের বয়স তখন মাত্র বিশ বছরও হয়নি। কম বয়সেই এত বড় বড় কাজ করে সুকান্ত ভট্টাচার্য অসাধ্য সাধন করে দেখিয়েছেন, যা অনুপ্রেরণাদায়ক।

কবি সুকান্তের কবিতা বাংলার মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং খেটে খাওয়া মানুষের পক্ষ হয়ে বিশ্বকে জানান দিয়েছে তাদের অস্তিত্ব ও প্রয়োজনীয়তা। সুকান্ত ভট্টাচার্য যেন নিজেকে শ্রমিক ও খেটে খাওয়া মানুষের প্রতিনিধি হিসেবে কবিতাগুলো লিখেছেন। সাম্যবাদী চেতনাধারী এই কবি সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন।

আরও পড়ুনঃ

রাজনৈতিক কর্মী হিসেবে তিনি পাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করেন এবং শরীরের ম্যালেরিয়া বাঁধিয়ে ফেলেন। যার ফলে তাকে অনেকদিন চিকিৎসায় মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অসামান্য প্রতিভাধর সাহিত্যিক মাত্র ২১ বছর বয়সে পরলোকগমন করেন।

সুকান্ত ভট্টাচার্য কবিতা

সুকান্ত ভট্টাচার্য মূলত একজন কবি এবং কবিতা লিখেই তিনি সাহিত্য জগতে নিজের নাম অমর করে গেছেন। যদিও তিনি অন্যান্য কবিদের মতো বেশি সংখ্যক কবিতা লেখার সুযোগ পাননি। তার মাত্র কয়েকটি কবিতার বই প্রকাশিত হয়েছে অথচ মাত্র কয়েকটি কবিতার বই লিখেন তিনি ঈর্ষণীয় সফলতা পেয়েছেন এবং বাঙালি জাতি তাকে এতদিন পরেও মনে রেখেছে ও ভবিষ্যতেও মনে রাখবে। চলুন দেখে নেই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের বইগুলোর নাম –

  • ছাড়পত্র (১৯৪৭)
  • পূর্বাভাস (১৯৫০)
  • মিঠেকড়া (১৯৫১)
  • অভিযান (১৯৫৩)
  • ঘুম নেই (১৯৫৪)
  • হরতাল (১৯৬২)
  • গীতিগুচ্ছ (১৯৬৫)

সুকান্ত ভট্টাচার্য pdf বই

অতি দুঃখজনক ব্যাপার হচ্ছে বর্তমানে বাংলাদেশের বই বিক্রেতারা ভালো সাহিত্যমান সম্পন্ন বইগুলো তাদের লাইব্রেরিতে রাখেন না। ফলে অনেকেই এই মহান কবির কবিতাগুলো পড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে বাংলাদেশের প্রকাশকরা অনেকটা দায়ী। তবে খুশির খবর হলো ইন্টারনেটের বাংলাদেশ সহ বিশ্বের যেকোনো প্রান্তে যেকোন দেশের বই এখন পিডিএফ আকারে পাওয়া যাচ্ছে এবং মোবাইলেই পড়ার সুযোগ থাকছে। ঠিক তেমনি কবি সুকান্তের পিডিএফ কপি ইন্টারনেটে ছড়িয়ে রয়েছে।

আরও পড়ুনঃ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা সমগ্র

তাই আপনি চাইলে পিডিএফ কপি ডাউনলোড করে নিজে মোবাইল ফোনে সুকান্ত ভট্টাচার্যের অসাধারণ অসাধারণ কবিতাগুলো পড়তে পারবেন। আর আমরা সেই পিডিএফ বইগুলো আপনার সুবিধার্থে সংগ্রহ করে রেখেছি। বইয়ের নাম উপর ক্লিক করেই আপনি আপনার কাক্ষিত বইটির পিডিএফ কপি পেয়ে যাবেন এবং পড়তে পারবেন। কবি সুকান্তের pdf বইগুলোর তালিকা –

  • ছাড়পত্র
  • পূর্বাভাস
  • মিঠেকড়া
  • অভিযান
  • ঘুম নেই
  • হরতাল
  • গীতিগুচ্ছ

এত কম বয়সে কবি সুকান্ত চমৎকার সব কবিতা কিভাবে লিখেছেন তা জানতে পেরে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন। কবি সুকান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুর্ভিক্ষ ও ফ্যাসিবাদী নিয়ে লিখে গিয়েছেন। তার কবিতায় ফ্যাসিবাদী বিরোধী মনোভাবের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়।

আশা করছি, আমাদের দেয়া পিডিএফ বইগুলো আপনার জ্ঞানের অপূর্ণতাকে পূর্ণতা দান করবে এবং একজন মহান কবি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন। আলোচিত pdf বইগুলো বিডিইবুকস থেকে ফ্রীতে সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ।।