ব্যাংক এশিয়া লোন পদ্ধতি সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিন

বাংলাদেশের মানুষের আস্থা অর্জনকারী বেসরকারি ব্যাংক সমূহের মধ্যে ব্যাংক এশিয়া অন্যতম। সাধরণত ব্যাংক এশিয়া লোন প্রদানে বিশেষ কিছু সুযোগ-সুবিধা দিয়ে থাকে। যার কারণে অনেকে ব্যাংক এশিয়ার এসব লোন নিতে স্বাচ্ছন্দ্যবোধ করে। যা আজকের এই আর্টিকেলে ব্যাংক এশিয়ার বিভিন্ন লোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ব্যাংক এশিয়া লোন পদ্ধতি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে আর্টিকেলের শেষ পর্যন্ত সঙ্গে থাকুন।

ব্যাংক এশিয়া লোন

ব্যাংক এশিয়া থেকে লোন নেয়ার ক্ষেত্রে আপনারা চাইলে সাধারণত পাঁচটা কাজের জন্য আলাদা আলাদা ভাবে ব্যাংক এশিয়া লোন নিতে পারবেনব্যাংক এশিয়া থেকে যে সকল ক্যাটাগরিতে আপনারা লোন নিতে পারবেন সেগুলো সম্পর্কে নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

  • হোম লোন
  • অটো লোন
  • আনসিকিউরড পার্সোনাল লোন
  • পেশাদার জন্য লোন
  • সিনিয়র সিটিজেন সাপোর্ট  অথবা অবসরপ্রাপ্তদের জন্য  আলাদা একটি লোন রয়েছে আপনি চাইলে সেটাও নিতে পারেন 

উপরে দেওয়া পাঁচটি খাতের মধ্যে আপনারা যেকোন একটা খাতের জন্য ব্যাংক এশিয়া হতে ঋণ সেবা উপভোগ করতে পারবেন খুব সহজেই

ব্যাংক এশিয়া পার্সোনাল লোন

আপনি আপনার নিজের ব্যক্তিগত কাজ সম্পন্ন করার জন্য পার্সোনাল লোন হিসেবে Unsecured Bank Asia Personal Loan নিতে পারবেন এই লোনটি নেওয়ার মাধ্যমে আপনি ইচ্ছা করলে আপনার নিজের যে কোন রকমের পার্সোনাল কাজগুলোকে খুব সহজে সম্পন্ন করতে পারবেন তাছাড়া ব্যাংক এশিয়া পার্সোনাল লোন নিলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন 

  • মিনিমাম ৫০ হাজার টাকা হতে শুরু করে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত লোন নেয়া যাবে। 
  • সর্বোচ্চ   বছরের ভিতরেই লোন পরিশোধ করে দিতে পারবেন 
  • মাসিক হিসাবে লোন পরিশোধ  করা লাগবে অর্থাৎ আপনাকে প্রতি মাসে কিস্তি হিসেবে লোনটি পরিশোধ করে দিতে হবে 
  • কোন রকমের বাড়তি চার্জ দিতে হবে না 

ব্যাংক এশিয়া পার্সোনাল লোন নিতে হলে যে সমস্ত যোগ্যতা থাকা লাগবে নিচে তা দেয়া হল –

  • যে ব্যক্তি এই  লোনটির জন্য আবেদন করবে তার বয়স অবশ্যই কমপক্ষে ২৩ বছর হতে শুরু করে সর্বোচ্চ ৬৫ বছরের  ভিতরে হওয়া লাগবে 
  • যে ব্যক্তি লোনের জন্য আবেদন করবে তার প্রতি মাসে মিনিমাম ১৫ হাজার টাকা ইনকাম থাকা লাগবে 
  • লোন নেয়ার জন্য ইন্টারেস্ট রেট হচ্ছে % পর্যন্ত 
  • জরিমানার সুদ হিসাবে অতিরিক্ত আপনাকে প্রত্যেক মাসে % সুদ ধ্যার্য্য করা হবে  
  • এছাড়াও যে সকল প্রাসঙ্গিক ট্রাম্প আছে, সেসমস্ত প্রাসঙ্গিক স্টাম্প ফী ঋন গ্রহীতার কাছ থেকে নেওয়া হবে 

ব্যাংক এশিয়া হোম লোন 

অন্যান্য ব্যাংকের মত ব্যাংক এশিয়া গ্রাহদের বিশেষ সুবিধায় হোম লোন দিয়ে থাকে। সাধারণত ব্যাংক এশিয়া হোম লোন এর পাঁচটি ক্যাটাগরি রয়েছে, সেগুলো হলো – স্বপ্নের নির্মাণ, স্বপ্নের আবাস, গৃহসাজ, স্বপ্নের কুটির এরপরে নিজের বাড়ি উল্লেখিত ৫টি ক্যাটাগরির ভিতরে আপনারা এই লোন সেবা নিতে পারবেন 

ব্যাংক থেকে এই লোনটি মূলত বাংলাদেশের যেসকল নাগরিকরা রয়েছে তারা যে কেউ, অর্থাৎ যাদের লোন পরিশোধ করার মত ক্ষমতা রয়েছে তারাই মূলত এই লোনটি নিতে পারবে যেমন উদাহরণ হিসেবে বলা যায়, বিজনেসম্যান, যেকোনো বড় প্রতিষ্ঠানের মালিক ইত্যাদি যে সকল পেশার সাথে জড়িত মানুষগণ রয়েছেন তারা এই লোনটি নিতে পারবে 

  • স্বপ্নের নির্মাণ লোন প্রকল্পের  জন্য আপনি সর্বনিম্ন লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ .২কোটি টাকা নিতে পারবেন  আর এই লোনটি পরিশোধ করার সর্বোচ্চ সময়সীমা থাকবে 25 বছর পর্যন্ত অর্থাৎ আপনাকে ২৫ বছরের মধ্যে এই লোনটি পরিশোধ করে দেওয়া লাগবে  
  • স্বপ্নের আবাস প্রকল্পের জন্য আপনারা চাইলে  সর্বনিম্ন লাখ টাকা হতে শুরু করে সর্বোচ্চ . কোটি  পর্যন্ত নিতে পারবেন আর এই লোনটি পরিসত্তর করার সময়সীমা হলো 25 বছর পর্যন্ত 
  • গৃহসাজ লোন প্রকল্পের ক্ষেত্রে  আপনারা সর্বনিম্ন লাখ টাকা থেকে শুরু করে ৭৫ লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন লোন পরিশোধ করার সর্বোচ্চ সময়সীমা হলো 15 বছর পর্যন্ত, আপনাকে ১৫ বছরের মধ্যে লোনটি ব্যাংকে দিতে হবে 
  • স্বপ্নের কুটির হোম লোন প্রকল্পের  জন্য আপনারা সর্বনিম্ন লাখ টাকা শুরু করে ৭৫ লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন আর লোন পরিশোধ করার সময়সীমা হল সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত 
  • নিজের বাড়ি নামে  যে লোণ প্রকল্পের সেবাটি রয়েছে, সেই ঋন প্রকল্পে  আপনারা সর্বনিম্ন লাখ টাকা থেকে শুরু করে . কোটি টাকা নিতে পারবেন সর্বোচ্চ ২৫ বছরের  ভেতরে আপনাকে পরিশোধ করা লাগবে 
  • এই লোনে টেকওভার ফী  এরপরে আর কোন রকমের  প্রসেসিং ফি লাগবে না  
  • ইন্টারেস্ট রেট .৭৫% / .০০ শতাংশ  দেওয়া লাগবে 

ব্যাংক এশিয়া হোম লোন নেওয়ার জন্য যে সমস্ত যোগ্যতা থাকা লাগবে –

  • যে ব্যক্তি এই লোন সেবাটি নিবেসেই ব্যক্তির বসা বয়সে সর্বনিম্ন ২৫ বছর থেকে শুরু করে ৬৫ বছরের মধ্যে হওয়া লাগবে এছাড়াও জয়েন্ট অ্যাপ্লিকেশন হিসেবে যে ব্যক্তি রয়েছেনতার বয়স কমপক্ষে ১৮ বছর হওয়া লাগবে এর নিচে হলে হবে না
  • যে ব্যক্তি  এই লোন সেবাটি নিবেতার প্রতিমাসের ইনকাম ২৫ হাজারের বেশি হতে হবে এবং মেরিনারদের জন্য ইনকাম ৫০,০০০ টাকার বেশি  হওয়া লাগবে 
  • আর তাছাড়া যে ব্যক্তি লোন সেবাটি নিবে  সেই ব্যক্তির স্যালারির মিনিমাম দুই বছর হওয়া লাগবে
  • কোন ডাক্তার ব্যক্তি যদি এই লোন নিতে চায়তাহলে তার অবশ্যই কমপক্ষে হলেও এক বছরের অভিজ্ঞতা থাকা লাগবে সময়সীমা শুরু হবে বিএমডিসি রেজিস্ট্রেশন করার পর থেকে 
  • ইঞ্জিনিয়ার ব্যক্তিদের জন্য বছরের  কাজ করার অভিজ্ঞতা থাকা লাগবে 
  • বিজনেসম্যান ব্যক্তির জন্য কমপক্ষে বছরের বিজনেস পরিচালনা করার ডকুমেন্ট জমা দিতে হবে 
  • মেরিনার্স যারা আছে তাদের জন্য বছরের প্রফেশনাল ভাবে এক্সপেরিয়েন্স এর  প্রয়োজন হবে 
  • জমির মালিক ব্যক্তিবর্গের জন্য লোন পরিশোধের জন্য পর্যাপ্ত পরিমাণে ইনকাম থাকা লাগবে 
  • আর তাছাড়াও যারা বিদেশে থাকে, তাদের ক্ষেত্রে রেমিট্যান্স আয় করার পর্যাপ্ত পরিমান প্রমাণ  দেখাতে হবে, তাহলেই হবে 

Also Read:

ব্যাংক এশিয়া স্টুডেন্ট একাউন্ট

স্টুডেন্ট একাউন্ট করলে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন প্রাথমিকভাবে আপনি ১০০ টাকা জমা দিয়ে একাউন্টটি করতে পারবেন সরকারি শুল্ক  এরপরে কর ছাড়া কোন চার্জ  দেওয়া লাগবে না প্রথম অবস্থায় একটি এটিএম কার্ড পাবেন এবং এটার মেয়াদ থাকবে 5 বছর পর্যন্ত পাঁচ() বছর পরে ২০০ ত্রিশ(২৩০) টাকা দিয়ে card renew করে নিতে পারবেন

আর তার সাথে আপনি একটি চেক বই পেয়ে যাবেন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে  যেকোনো সময় যে কোন স্থান থেকে মোবাইল রিচার্জ এবং ফান্ড ট্রান্সফার করার সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন

সর্বশেষঃ উপরের আলোচিত আর্টিকেলের সাহায্যে নিশ্চই ব্যাংক এশিয়া লোন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এবং এর পাশাপাশি ব্যাংক এশিয়া লোন এর বিভিন্ন বিষয়ে অবগত হয়েছেন। এ ধরনের লোন বিষয়ক গুরুত্বপূর্ণ আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।।